নাম রাজশ্রী দেশপান্ডে, নেটফ্লিক্সের 'সেক্রেড গেমস', ‘ ‘ট্রায়াল বাই ফায়ার’ ওয়েব সিরিজের হাত ধরে জাত অভিনেত্রী হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ‘সেক🎀্রেড গ্রেমস-’এ সুভদ্রা, 'ট্রায়াল বাই ফায়ার’-এ নীলম কৃষ্ণমূর্তি নামেই তাঁকে চেনেন OTT-র দর্শক। সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে মুখ খুলেছেন রাজশ্রী। কোডিড-১৯-এর সময় শাহরুখ কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সেবিষয়ে প্রকাশ্যেই কথা বলেছেন অভিনেত্রী।
নিজের টুইটার হ্যান্ডেলে 'এসআরকে আমাকে তাঁর মীর ফাউন্ডেশনের টিমের মাধ্য়মে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর আজ ফিল্ম কমপেনিয়ন আমাদের একসঙ্গে জানিয়ারির সেরা অভিনেতা হিসাবে উল্লেখ করেছে। কবে কিং খানের সঙ্গে দেখা হবে জানি না। আমি সবসময় ওঁর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখি।' প্রসঙ্গত, রাজশ্রী🏅 মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বাসিন্দা, কোভিড-১৯ মহꦡামারী চলাকালীন চিকিৎসকদের এবং যাঁদের চিকিৎসার প্রয়োজন ছিল,তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন কিং খান। শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন PPE কিটস-এর মতো প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছিল।
শাহরুখ খানের সঙ্গে রাজশ্রীর কাজ করার ইচ্ছা প্রসঙ্গে নেটনাগরিকদের কেউ লিখেছেন, ‘উনি আশাকরি আপনার ইচ্ছা পূরণ করবেন। তিনি কার সঙ্গে কাজ করতে চান তাঁকে উনি বেছে নেবেন’। কারোর মন্তব্য, 'আমরা আপনার জন্য প্রার্থনা করব।' কেউ আব𒀰ার লিখেছেন, ‘আপনি যে নিখুঁত প্রতিভার অধিকারী, সেই দিন বেশি দূরে নয়’।
প্রসঙ্গত, সেক্রেড গেমসে নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী সুভদ্রার চরিত্রে অভিনয় করেছিলেন। ‘ট্রায়াল বাই ফায়ার’-এ তাঁর স্বামীর ভূমিকায় দেখা গিয়েছে অভয় দেওয়ালকে। তাঁরা সিনেমাহলের অগ্নিকাণ্ডে নিজ🔴ের সন্তানদের হারান। এছাড়াও ২০১২-তে মুক্তি পাওয়া আমির খান-করিনা কᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাপুরের 'তলাশ' ছবিতে 'প্রিয়া' নামে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও 'কিক', 'হারাম', ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’, ‘সেক্সি দুর্গা’, ‘মম’, ‘মান্টো', 'চকড', 'কালার বম্ব'-এর মতো বহু ছবিতে কাজ করে ফেলেছেন রাজশ্রী দেশপান্ডে। এর মধ্যে ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’ ছবিটি ২০১৫-তে সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিপলস চয়েস অ্যাওয়ার্ডের জন্য প্রথম রানার আপ ছিল।