𒁃 'আনন্দ' (১৯৭১) এবং ‘নমক হারাম’ (১৯৭৩) -এর মতো জনপ্রিয় হিন্দি ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন বলিউডের দুই মহারথী রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন। আর এবার তাঁদের পরবর্তী প্রজন্মও একসঙ্গে পর্দায় নজর কাড়তে চলেছেন। রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার নাতনি নওমিকা সরন এবার বি-টাউনে আত্মপ্রকাশ করতে চলেছেন। শোনা গিয়েছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার বিপরীতে একটি রোম্যান্টিক কমেডি ছবির হাত ধরে বলিউডে পা রাখবেন তিনি।
♕ প্রেমের গল্পে ধরা দেবেন তাঁরা। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জগদীপ সিধু। ‘কিসমত’, ‘কিসমত ২’, ‘সাদা’ এবং 'জাট অ্যান্ড জুলিয়েট ৩'-এর মতো ব্লকবাস্টার হিট পাঞ্জাবি ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিরাট সাফল্যের পর এবার হিন্দি ছবির পরিচালনা করতে চলেছেন জগদীপ। তবে কেবল পরিচালনা নয়, ‘সান্ড কি আঁখ’ এবং 'শ্রীকান্ত' -এর মতো হিন্দি ছবির সংলাপ লিখেছেন তিনি। তাঁর গল্প বলার দক্ষতা, সময়োপযোগী রোম্যান্স সবটা নিয়ে পর্দায় ম্যাজিক দেখান তিনি। আর এবার ম্যাডক ফিল্মসের সঙ্গে এই ঘরানায় একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: 🔯শ্রেয়া ঘোষাল থেকে সোনু নিগম, কৈলাশ খেরদের ভক্তিগীতির অনুপ্রেরণা কী? দেখে নিন
💝 অনেকের মতে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নাকি নওমিকা সরনের প্রচুর সাদৃশ্য রয়েছে। ছবিতে কাজ না করেও ইতিমধ্যেই সিনে-প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় নওমিকা। অভিনেতা রিঙ্কি খান্না এবং ব্যবসায়ী সমীর সরনের সন্তান নওমিকা, দীর্ঘদিন ধরেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। এই ছবির মাধ্যমেই, তিনি আনুষ্ঠানিক ভাবে বিনোদন জগতে পা রাখতে চলেছেন।
আরও পড়ুন: 🔯'ইন্ড্রাস্টি আমাকে খরচার খাতায় ফেলে দিয়েছিল, সেই সময়…', মায়ানগরের প্রিমিয়ারে অকপট শ্রীলেখা