বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে চেন্নাইতে। ফলে শহরের অধিকাংশ এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে। বাদ যায়নি চেন্নাইয়ের অন্যতম দ্রষ্টব্য স্থান, রজনীকান💦্তের বাড়িও। হ্যাঁ, তাঁর বাংলোও জলের তলায়।
আরও পড়ুন: দ্রোহ বনাম পুজো কার্নিভাল! 𒅌প্রতিমার গাড়ি দেখেই 'চোর চোর' স্লোগান আন্দোলনকারীদের, কটাক্ষ নেটপাড়ার
কী জানা গিয়েছে?
একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বন🏅্যার জল ঢুকে পড়ছে রজনীকান্তের বিলাসবহুল বাড়িতেও। প্রসঙ্গত তাঁর বাড়ি চেন্নাইয়ের পোয়েস গার্ডেন অঞ্চলে অবস্থিত। তবে জল জমতেই স্থানীয় অথরিটির তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে অভিনেতার বাড়ি থেকে পাম্প করে বন্যার জল বের করে দেওয়া যায়। একই সঙ্গে বর্ষীয়ান অভিনেতার স্টাফরাও খেটে চলেছেন যাতে বৃষ্টি এবং বন্যার কারণে রজনীকান্তের বাংলোর কোনও ক্ষতি না হয়। তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি রজনীকান্ত।
প্রসঙ্গত জানা গিয়েছে প্রায় মজে থাকা ড🎃্রেনেজ সিস্টেম এবং সঙ্গে ভারী বর্ষণের কারণেই চেন্নাই শহরে এমন বন্যা ঘটেছে। এবং আগামী কয়েকদিনে আরও প্রবল বৃষ্টি হবে তামিল নাড়ুꩲতে। ফলে জারি হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: 'গুজরাটি ভদ্রলোক'কে꧟ খুশি কর🧜তেই ডান্ডিয়া খেললেন মুখ্যমন্ত্রী! কার্নিভাল নিয়ে ঋত্বিকের নিশানায় মোদী-মমতা
রজনীকান্তের বিষয়ে অন্যান্য তথ্য
কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। জানা যায় তাঁর মহাধমনী ফুলে যাচ্ছিল। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হয় তাঁর। পুজোর 🐻মুখে মুখেই তিনি বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। গত ৩০ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, পেট ব্যথা শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় তড়িঘড়ি। চেন্নাইয়ের এই হাসপাতালের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর ডক্টর আর কে ভেঙ্কেটাসালম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানিয়েছিলেন সোমবার অভিনেতাকে গুরুতর অবস্থায় আনা হয়। তাঁর মহাধমনী অর্থাৎ যেটা হার্ট থেকে বেরোচ্ছে (Aorta) সেটা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। সেটার চিকিৎসা করা হয় কোনও রকম সার্জারি ছাড়াই, Transcatheter পদ্ধতির সাহায্যে। মঙ্গলবার, ১ অক্টোবর সেই হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডাক্তার সাই সতীশ তাঁর মহাধমনীতে একটি স্✤টেন্ট বসান ফোলা কমানো এবং পুরোপুরি ভাবে আটকানোর জন্য । এই গোটা পদ্ধতি সঠিক ভাবে সম্পন্ন হয়েছে বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছিল।