তৃতীয় শনিবারে এসেও চুটিয়ে ব্যবসা করে চলেছে হরর কমেডি ঘরনার ছবি স্ত্রী ২। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ছবি ১৭তম দিনে আয় করল ১৬ কোটি। sacnilk-এর রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত 🌼‘স্ত্রী ২’ ৪৫৮.১৫ কোটি আয় করেছে। রিপোর্টে যোগ করা হয়েছে। অমর কৌশিকের পরিচালনায় তৈরি এই সিনেমাতে শ্রদ্ধা আর রাজকুমার ছাড়াও অভিনয় করেছেন, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, অপশক্তি খুরানা এবং বিজয় রাজ।
স্ত্রী ২ বক্স অফিসে ক্ল্যাশ করে অক্ষয় কুমার এবং বাণী কাপুরের খেল খেল মে এবং জন আব্রাহম এবং শর্বরী ও🍌য়াঘে🌼র ‘বেদা’-র সঙ্গে। শনিবার, বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে লেখা হয়, ‘#Stree2 উইকএন্ড ৩-তে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার শক্ত ঘাঁটি বজায় রেখেছে... একটি উর্ধ্বমুখী প্রবণতা প্রত্যক্ষ করে, মাল্টিপ্লেক্সগুলি উল্লেখযোগ্য লাভের রিপোর্ট করে... [তৃতীয়] শনি - রবিতে বড় বৃদ্ধির প্রত্যাশা করছে৷’
আরও পড়ুন: ‘সন্তানকে ভারত বিদ্বেষী বানান’, ছবি পোস্ট তসলিমার! সন্দেহ🔴 উঠতেই জবাব, ‘ঠিক হলে ব♕রং’
সেই হিসেবে ২০২৪ সালের প্রথম সিনেমা হতে চলেছে স্ত্রী ২, যা ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে। বাহুবলী ২, পাঠান, গদর ২, জাও�𝔍�য়ান, অ্যানিম্যাল-এর দলে। নিঃসন্দেহে এটি সোনালি পালক হতে চলেছে শ্রদ্ধা ও রাজকুমারের মাথাতে।
অপর একটি পোস্টে তরণ আদর্শ উল্লেখ করেছেন যে, এটি দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ আয়কারী হিন⭕্দি সিনেমা হয়ে নতুন এক মানদণ্ড প্রতিষ্ঠা করেছে। তিনি হাইলাইট করেন যে, ‘স্ত্রী ২’ ‘বাহুবলী ২’ (হিন্দি সংস্করণ), ‘গদর ২’, ‘অ্যানিম্যাল’ এবং ‘জওয়ান’ এর মতো বড় ব্লকবাস্টারগুলির দ্বিতীয়-সপ্তাহের সংগ্রহকে ছাড়িয়ে গেছে, এটি একটি রেকর্ড-ব্রেকিং হিট। সঙ্গে আরও জানান যে, মাস মার্কেট থেকে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সমস্ত জায়গাতেই ‘স্ত্রী ২’- দুর্দান্ত ফল করেছে।
আরও পড়ুন: ‘সেদিন কাঁদছিলি, আর আজ বলছিস…’! আরজি কর প্রসঙ্গ টেনে ছেলে ধীকে জন্মদিনের শুভেচ🎉্ছা শিলাজিতের
এদিকে, আগামী সপ্তাহেও স্ত্রী ২-কে চ্যালেঞ্জ করার মতো কোনও সিনেমা নেই বলিউড বক্স অফিসে। তাই আশꦚা করা যাচ্ছে, কোনও বাধা ছাড়াই এটি ৫০০ কোটির ঘরে প্রবেশ করতে পারবে।&nb♔sp;
আরও পড়ুন: উপরি আয়ের জন্য স🧔ইফ-অক্ষয়ের জুতোয় পা কার্তিকের, এমন কী করলেন যে মাসে আসবে ৪.৫ লাখ
স্ত্রী ২-এর বিশ্বব্যপী আয়:
বিশ্বব্যাপীও, ‘স্ত্রী 2’ রেকর্ড ভেঙেছে। যার মোট সংগ্রহ প্রায় ৬🅰৫০ কোটিতে পৌঁছেছে। এটি শুধুমাত্র ‘কালকি ২৮৯৮ এডি’-র পর ব⛎িশ্বব্যাপী বছরের দ্বিতীয় বৃহত্তম হিট। এমনকী প্রথম সপ্তাহেই আয়ের হিসেবে এটি হৃতিক রোশনের ফাইটার-এর আজীবন সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে।