মহালয়ার সকাল মানেই রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গমগমে ꦏকণ্ঠস্বরে চণ্ডীপাঠ এবং মহিষাসুরমর্দিনী শোনা। বাদ যায় না টিভির প্রভাতী অনুষ্ঠান। যদিও এই ডিজিটাল যুগে বর্তমানে ইউটিউবে এগুলো সারা বছরই শোনা যায়। তবে এবারের মহালয়ায় বিশেষ চমক নিয়ে আসতে চলেছে হইচই। সিরিজ আকারে এবার মহালয়াকে তুলꦛে ধরা হবে সেখানে।
হইচই এবার সিরিজ আকারে আনছে মহালয়া
সমস্ত জট কাটিয়ে বুধবার থেকে টলি পাড়ায় আবার কাজ শুরু হল। দেখা গেল সেই চেনা ব্যস্ততা, লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দ। আর এদিনই হইচইয়ের এই আসন্ন স💃িরিজের শ্যুটিং শুরু হল। এবার মহালয়া দেখা যাবে সিরিজ আকারে। আর সিরিজেই দুর্গা হিসেবে ধরা দেবেন রাজনন্দিনী পাল।
আরও পড়ুন: 'ভীষণ অসভ্য-বাজে ছেলে...' দিদির মঞ্চে এসে জ্যাকের নামে নালিশ 𝔉মৌসুমীর! কী কী নিয়ে বরের নামে অভিযোগ জানালেন?
রাজনন্দিনী ইতিমধ্যেই হইচইয়ের সঙ্গে𝓰 একাধিক সিরিজে কাজ করে ফেলেছেন। এবার সেই প্ল্যাটফর্মে তাঁকে দুর্গা হিসেবে দেখা যাবে। মহিষাসুর বধের নানা গল্প দিয়ে সাজানো হবে হইচইয়ের এই সিরিজ। আপাতত জানা যাচ্ছে এই সিরিজে💙র নাম ঠিক না করা হলেও, দুপুর দুর্গা হলেও হতে পারে।
এবার টিভিতে কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পুনরায় দেবী দুর্গা হিসে🐭বে ডিকেহা যাবে। মহালয়ার সকাল মানেই বিভিন্ন চ্যানেলে মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হওয়া। তবে আজও দর্শকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ডিডি বাংলার সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের করা মহালয়ার অনুষ্ঠান। এবার সেখানে নবীনতম সংযোজন হিসেব൲ে যুক্ত হতে চলেছে রাজনন্দিনী পালের নাম।