NEW DELHI : চুল পড়ে যাচ্ছে, মাথায় টাক পড়ার হাল! এমন সমস্যায় জেরবার মানুষের সং🅰খ্যা নেহা💯ত কম নয়। আর আজকাল এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই হেয়ার ট্রান্সপ্লান্টের সাহায্য নেন। তবে কি জানেন এই তালিকায় রয়েছেন অভিনেতা রাজপাল যাদব?
হ্য়াঁ, ঠিক༺ই শুনছেন। কৌতুকাভিনেতা রাজপাল যাদবও মাথায় চুল বসানোর জন্য অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন। তবে তিনি নিজে সেকথা জানাননি। যে ক্লিনিকের তরফে এই প্রতিস্থাপন তিনি করিয়েছেন, সেখানকার তরফেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট ক♐রা হয়েছে। আর তাতেই ফাঁস হয়েছে গোটা বিষয়টি।
রাজপাল যাদবের চুল প্রতিস্থাপন
ক্লিনিকের তরফে পোস্ট করা ভিডিওটিতে রাজপ🍎াল যাদবের চুল প্রতিস্থাপন পদ্ধতি, অস্ত্রোপচারের কয়েক মাস আগে-পরে অভিনেতার পরিবর্তিত হেয়ারলাইন মন্তাজ আকারে দেখানো রয়েছে। ক্লিপটি অভিনেতার হেয়ারলাইনে🍨র একটা ছবি দেওয়া হয়েছে। পরে অভিনেতা ও তার ডাক্তার তাঁকে যে হেয়ারলাইন ডিজাইন বেছে দিয়েছিলেন। কীভাবে চুল অস্ত্রোপচার-পরবর্তীতে বদলেছে, সেটাই তুলে ধরা হয়েছে গোটা ভিডিয়োতে।
ভিডিয়ো ক্লিপটি অবশ্য কয়েক সেকেন্ডের, ভিডিয়োর শেষে চুল প্রতিস্থাপন অস্ত্রোপচারের চার ম💖াস পরে রাজপাল যাদবের চুল কীভাবে বেড়েছে, সেটা তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত অভিনেতার বদলে যাওয়া চুলের রেখার বেশ কয়েকটি ছবি পোস্ট কর🅰েছেন তাঁরা।
এদিকে রাজপাল যাদবের চুল প্রতিস্থাপন নিয়ে নেটদুনিয়ার প্রতিক্রিয়া
রাজপাল যাদবের এই ভিডিয়োটি প্রায় ২৫ লক্ষেরও বেশি মানুষ ভিউ পেয়েছে। নেটপাড়ার অনেকেই এই ভিডিয়োর নিচে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ওনা💃কে গর্ডন রামসে (গর্ডন রামসে হলেন ইংল্যান্ডে টিপি পার্সোনালিটি)র মতো দেখতে লাগছে। ‘ আরেকজন লিখেছেন, ‘বেশ মানিয়েছে কিন্তু’। কারোর মন্তব্য, ’আমরা এই ব্যক্তিকে বেশ পছন্দ, ওঁর কাজের জন্যই পꦦছন্দ।’
চুল প্রতিস্থাপন নিয়ে হিন্দুস্তানটাইমসের লাইফস্টাইল বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে ওই ক্লিনꦏিকের প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, এমবিবিএস, এমডি, ডার্মাটোলজিস্ট ডঃ আমান দুয়া বলেছেন, ‘কেউ যদি চুল প্রতিস্থাপনের কথা ভেবে থাকেন, করে থাকেন তবে যেন বিয়ের এক মাস আগে তাড়াহুড়ো করে এটা করবেন না। অস্ত্রোপচারের ভাল ফলাফল পেতে প্রায় ৪-৬ মাস সময় লেগে যায়।’&nbsꦯp;
ডঃ আমান দুয়ার কথায়, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অস্ত্রোপচারের জন্য সঠিক চিকিৎসকের প্রয়োজন। প্রয়োজনে এবিষয়ে একাধিক চিকিৎসকের পরামর্শ নিন। আপনার চুল প্রতিস্থাপনের আগে সার্জনের থেকে পুঙ্খানুপুঙ্খ পরাম🉐র্শ নিন তবেই সিদ্ধান্ত নিন! এই অস্ত্রোপচারে ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দুর্দান্ত ফলাফল পাওয়া সম্ভব।