হার্ট অ্যাটাকের পর কমে🅘ডিয়ান রাজু শ্রীবাস্তবের অবস্থা আশঙ্কাজনক। এইমস-এ তার চিকিৎসা চলছে। রাজুর নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। কেমন আছেন তিনি এখন? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে? এএনআই-এর খবর অনুসারে রাজুর সেক্রেটারি জানিয়েছেন, ধীরে ধীরে উন্নতি হচ্ছে রাজুর।
বুধবার ১০ অগস্ট ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু। শরীরচর্চা করার সময় পড়ে যান ট্রেডমিলে। অবস্থার অবনতি হলে তাকে AIIMS-এ ভর্তি করা হয়েছিল যেখানে তিনি লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। মাঝখানে খবর আসে রাজু আঙুল নাড়াচাড়া করেছে। রাজুর সেক্রেটারি গর্বিত নারাঙ্গ মিডিয়াকে জানিয়েছেন, ‘রাজু শ্রীবাস্তবের শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা প্রার্থণা করছি যেন উনি দ্রুত সেরে উঠতে পারেন।’ আরও পড়ুন: ‘আমরা তো ভবিষ্যত বলতে 🍬পারব না’, ব্রহ্মাস্ত্র ফ্লপ হওয়ার ভয় পাচ্ছেন নাকি করণ꧋-অয়ন!
তবে আজতকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজু শ্রীবাস্তবের ভাই দীপু জানিয়েছেন, এমআরআই রিপোর্ট জানিয়েছে রাজুর মস্তিষ্কের কিছু নার্ভ চাপা পড়ে গেছে। এ কারণে ঠ▨িকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে না। প্ꦅরতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন, রাজুর সুস্থ হতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে।
রাজুর শরীর নিয়ে এর আগেও নানা ধরনের গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে কমেডিয়ানের পরিবারের তরফেও সবার কাছে আবেদন করা হয়েছে এই শক্ত সময়ে তাঁরা যেন পরিবারকে একা ছাড়ে। কোনওরকম গুজব না ছড়ায়। আরও পড়ুন: লাল সিং চাড্ডার ভরাডুবিꦆতে ছবির নির্মাতাদের কাছে ক্ষতিপূরণ🤪 চাইল ডিস্ট্রিবিউটররা?
রাজু উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। হাসাতে হাসাতে কাঁদিয়ে দিতে পারেন তিনি। স্টেজ শো, কমেডি শো ছাড়াও বেশ কিছু সিনেমাতেও তিনি কাজ করেছেন। একজন বিখ্যাত কৌতুক অভিনেতা ছাড়াও ৫৮ ♒বছর বয়সী রাজু শ্রীবাস্তবের অপর পরিচয় তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচ💙নের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি সমাজবাদী পার্টিতে ছিলেন।
একের পর এক তারকার হার্ট൩ অ্যাটাক মনে ভয় ধরিয়ে দিয়েছে সাধারণ মানুষের মনে। গত দু'বছরে হার্ট অ্যাটাক প্রাণ কেড়ে নিয়েছে একাধিক তরুণের। সেই তালিকায় আছেন সিদ্ধার্থ শুক্লা, ক🅰েকে, পুনীত রাজকুমাররা। সবাই এখন ঠাকুরের কাছে একই প্রার্থণা করছেন যাতে এরকমটা না হয় রাজুর সঙ্গে। তিনি সেরে উঠে আবার সবাইকে হো হো করে হাসাতে পারেন।