গত ১৪ মে, বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি সাওয়ান্ত। এই মুহূর্তে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাখি। জান🐈া যায়, রাখ💝ির হার্টের সমস্যার পাশাপাশি, জরায়ুতে টিউমারও রয়েছে। যদিও রাখির অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ করেছিলেন তাঁর দ্বিতীয়, প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। তাঁর দাবি ছিল, জেলে যাওয়া থেকে বাঁচতেই রাখি নাটক করছেন।
যদিও আদিলের দাবি উড়িয়ে রাখির প্রথম, প্রাক্তন স্বামী রীতেশ কুমার বলেছিলেন, রাখি সত্যিই অসুস্থ, এটা কোনও নাটক নয়। এমনকি রাখির আইনজীবীও একই কথা বলেছিলেন। আর এবার হাসপাতালের তরফেও রাখির অসুস্থতা নিয়😼ে মুখ খোলা হল। কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?
শনিবার মুম্বইয়ের হাসপাতাল কর্তৃপক্☂ষের তরফে ‘টাইমস নাও’কে জানানো হয়, ‘রাখি এখানে ভর্ত🅰ি রয়েছেন। শনিবার দুপুরে রাখির অস্ত্রোপচার হবে। স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন রাখি।’ রাখির কি টিউমার হয়েছে? এপ্রসঙ্গে হাসপাতালের তরফে জানানো হয়, ‘এবিষয়ে জানতে, ওর হেলথ আপডেট জানতে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।’
এদিকে বুধবার দুপুরে রাখির প্রাক্তন স্বামী রীতেশ কুমার জানিয়েছিলেন, অভিনেত্রীর অবস্থা এতটাই গুরুতর যে অ্যাঞ্জিওগ্রাম হয়েꦑছে। তিনিই জানিয়েছিলেন রাখির জরায়ুতে টিউমার রয়েছে। রীতেশই রাখির হেলথ সংক্রান্ত আপডেট দিচ্ছিলেন। বলেছিলেন, ‘রাখি নিজের এমন একটা ইমেজ তৈরি করেছেন, যে কারণে লোকজন সবসময় ভাবেন যে তিনি হয়ত ওটাও ঠꦜাট্টা করছেন। তবে এটা কোনও রসিকতা নয়। লোকজন যতই তাঁকে ড্রামা কুইন বলুন না কেন, এবার বিষয়টি গুরুতর। আসলে রাখির পালে বাঘ পড়ার মতো অবস্থা হয়েছে। তাই এবারও লোকজন ভাবছেন রাখি নাটক করছেন। তবে আমি ওঁকে জানি এবং জানি ঠিক কী ঘটেছে।’
এরপর শুক্রবার একটা ভিডিয়ো বার্তা🌺য় রাখি জানান, তাঁর টিউমার ১০ সেন্টিমিটারেরও বড়, তবে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। ভিডিয়োবার্তায় রাখি নিজের মা-কে স্মরণ করে বলে, এখানকার ডাক্তাররা সেরা, তাঁরা তাঁদের কাজ ভালো করে করছেন। জীবনে কখনও হার মানিনি, ছোট থেকেই অনেক কষ্ট করেছি, বাধা অতিক্রম করেছি। আমি জানি, আমার কিছু হবে না, আমার ম𝔍ায়ের আশীর্বাদ সঙ্গে আছে। আমি একজন যোদ্ধা তাই ফিরে আসবই।