অপেক্ষার অবসান। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২১ ফেꦗব্রুয়ারি বিয়ে করলেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। ইতিমধ্যেই তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। গোয়ায় পঞ্জাবি রীতি মেনে অর্থাৎ আনন্দ কারজ পদ্ধতি বিয়ে করলেন তাঁরা।
আরও পড়ুন: বামপন্থীদের অপমানে ভারত ছেড়ে বাংলাদেশে যেতে 🧸চান কবীর সুমন! লিখলেন, 'ওঁরা আমায় গানওয়ালা বলে...'
তাঁদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাঁদের পরিবার, ঘনিষ্ট আত্মীয় এবং বন্ধুরা। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে তাঁদের বিবাহ বাসর বসেছিল। সেখান🐬ে একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। রকুলপ্রীত এবং জ্যাকির বিয়েতে এসেছেন শিল্পা শেট্টি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান, প্রমুখ।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৩৫৬ কোটি আয়, ২০২৪-এর সর্বোচ্চ ব্যবসা করা ছবির তকমা হৃতিক - দী꧅পিকার 'ফাইটার' - এর
রকুলপ্রীত এবং জ্যাকির দুটো বিয়ের অনুষ্ঠান
সূত্রের তরফে কিছুদিন আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানানো হয়েছিল 'রকুলপ্রীত সিংয়ের চূড়া অনুষ্ঠান সকালে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে তিনটে নাগাদ সাতপাকে বাঁধা পড়বেন তা👍ঁরা। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন এই তারকা জুটি দুই মতে বিয়ে করবেন, একটি হল সিন্ধি উপায় এবং দ্বিতীয় হল আনন্দ কারজ।'
তবে এখনও পর্যন্ত♒ নবদম্পতি রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁদের বিয়ের সমস্♑ত অনুষ্ঠান শুরু হয়েছে। ২০ তারিখ সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার আগের দিন হয়েছিল হলদি অনুষ্ঠান।
রকুলপ্রীত এবং জ্যাকির সম্পর্ক
২০🌄২১ সালের অক্টোবর মাসে নিজেদের সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে 💧আনেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি।
রকুলপ্রীতকে আগামীতে ইন্ডিয়ান ২ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন কমল হাসান। এছাড়া ববি সিমহা , প্র🔴িয়া ভবানী, প্রমুখকে দেখা যাবে। এই ছবির প্রথম ভাগ ১৯৯৬ সালে মুক্তি 🃏পেয়েছিল।