২৮ মে স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের ১৪০তম জন্মবার্ষিকী। আর এই দিনই নিজের প্রযোজনা সংস্থা ভি মেগা পিকচার্সের ব্যানারে নতুন❀ ছবির কথা ঘোষণা করলেন RRR-তারকা রামচরণ। রামচরণের সঙ্গে যৌথভাবে এই ছবির প্রযোজনা করছেন বিক্রম রেড্ডির ইউভি ক্রিয়েশন ও অভিষেক আগরওয়াল আর্টস। প্রসঙ্গত, এই প্রযোজনা সংস্থাটিই 'দ্য কাশ্মীর ফাইলস', 'কার্তিকেয়া ২'-এর মতো ছবির জন্য যুক্ত রয়েছে।
রামচরণ তাঁর প্রযোজনা সংস্থার যে টিজার ভিডিয়োটি পোস্ট করেছেন সেটা থেকে জানা যাচ্ছে ছবির নাম 'দ্য ইন্ডিয়া হাউস'। এই ছবিতে দেখা যাবে নিখিল সিদ্ধার্থ (যার নেতাজি সুভাষ বোস-কেন্দ্রিক '🍸স্পাই' মুক্তির অপেক্ষায় রয়েছে), ছবিতে থাকছেন অনুপম খের। খের, ছবির পরিচালনা করবেন রামবংশী কৃষ্ণ। ছবির টিজার ভিডিয়োর ক্যাপ🍸শানের শেষে 'জয়হিন্দ' জুড়েছেন রামচরণ।
রাম চরণের পোস্ট করা ৯৫ স🅺েকেন্ডের♓ এই টিজার ভিডিয়োটি দেখে বেশ বোঝা যায় এটি 'ভারতীয় ইতিহাসের একটি বিস্মৃত অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি হবে।" ছবির নাম থেকেই বোঝা যায় এটি লন্ডনের ইন্ডিয়া হাউসের উপর ভিত্তি করে তৈরি হবে। যেটি ছিল আসলে ছিল একটি ছাত্রদের বাসভবন, যা ১০৫ এবং ১৯১০ সাল পর্যন্ত মধ্যে উত্তর লন্ডনের হাইগেটের ক্রমওয়েল অ্যাভিনিউতে অবস্থিত ছিল। ভবনটি রাজনৈতিক সক্রিয়তার কেন্দ্র এবং বিদেশে ভারতীয় জাতীয়তাবাদী আনন্দোলনের অন্যতম কার্যালয়ে পরিণত হয়েছিল। সাভারকর, ভিকাজি কামা, ভিএন চ্যাটার্জি, এমপিটি আচার্য এবং লালা হর দয়ালের মতো অনেক বড় নাম ইন্ডিয়া হাউসের সঙ্গে যুক্ত ছিল।
আরও পড়ুন-'নত🐼ুন সংসদভবন গণতন্ত্রের আলোক সꦚংকেত', রজনীকান্ত, অক্ষয়দের গুনগানে জবাব মোদীর