বাংলা ধারাবাহিক ‘রামপ্রসাদ’ নিয়ে যতটা মাতামাতি হয়েছিল প্রোমো সামনে আসার পর, বাস্তবে ততটা টিআরপি জোটাতে পারেনি। তবে 🐽কিছু দর্শক আছেন যাদেপ পছন্দের তালিকায় উপরে রয়েছে এই মেগা। কিন্তু তাঁদের মনেও একটা ভয় ঢুকেছে। কারণ ধারাবাহিক থেকে দীর্ঘদিন ধরে গায়েব অভিনেত্রী পায়েল দে। যাকে দেখা যাচ্ছে এই সিরিয়ালে মা কালীর চরিত্রে।
স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজেও অনেককে এই নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে।🌳 কারণ, কালী ভক্ত রামাপ্রসাদে স্বয়ং কালীর না থাকায় কপালে ভাঁজ পড়েছে তাঁদের। কারও মনে প্রশ্ন, ধারাবাহিক বন্ধ হতে চলায় সিরিয়াল ছেড়ে চলে গেলেন নাকি অভিনেত্রী। তবে সেরকম কোনও ভয়ের কারণ এখনও পর্যন্ত নেই। গৌরী এলো-র কাছে স্লট হারা হলেও এখনই বন্ধ হবে না রামপ্রসাদ।
টলিউড হট নিউজ অনুসারে, পায়েল দে রামপ্রসাদ ধারাবাহিক ছেড়ে যাননি বা ব্যক্তিগত কারণে ছুটিও নেনি। বরং যে ট্র্যাক চলছে, তাতে কোনও সিন নেই কালী অর্থাৎ পায়েলের। তাই তাঁকে ডাকা হচ্ছে না শ্যুটে। ট্র্যাক বদলালেই ফের শ্যুটিং শুরু করার ডাক পাবেন। এর আগেও পায়েলকে দর্শক দেখেছে ‘দুর্গা’, ‘বেহুলা’, ‘মা দুর্গা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’র মতো একাধিক পৌরানিক চরিত্রে। ভালোবাসাও পেয়েছেন। এরপর মাতৃত্বের কারণে নিয়েছিলেন লম্বা বিরতি। ফেরেন ‘রামপ্রসꦏাদ’-এর হাত ধরেই।
আসলে পায়েল সপ্তাহখানেক আগে সাগরপাড়ে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করে নেন। যাতে তাঁর সঙ্গে ছিলেন স্বামী দ্বৈপায়ন আর ছেলে মেরখ🌳। ২০১২ সালে বিয়ে করেন দ্বৈপায়ন আর পায়েল। ২০১৯ সালে মা হন অভিনেত্রী। স্বামী-সন্তানের সঙ্গে পায়েলের ঘুরতে যাওয়ার ছবি দেখে অনেকের মনেই ধারণা হয়েছিল বুঝি বা সিরিয়াল ছেড়ে বিরতিতেই ঘুরুঘুরু। তবে ব্যাপারটা সেরকম না মোটেই।
এদিকে সিরিয়ালে রামপ্রসাদের চরিত্রে দেখা মিলছে অভিনেতা সব্যসাচী চৌধুরীর। এর আগেও বামা হিসেবে লোকের মনে জায়ꦐগা করে নিয়েছিলেন তিনি। সঙ্গে সব্যসাচী আর প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জুটিও খুব জনপ্রিয় ছিল। তবে ২০২২ সালে না ফেরার দেশে চলে যান ঐন্দ্রিলা। দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন খুব অল্প বয়স থেকেই। সেই সময় অনেকদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন সব্যসাচী লোকচক্ষুর আড়াল থেকে। এরপর রামপ্রসাদ দিয়েই ফের ফেরেন জীবনের স্বাভাবিক ছন্দে। এই ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী সর্বানীর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিলি আচার্য।