আশির দশকের শেষে দূরদর্শনের পর্দায় ম্যাজিক তৈরি করেছিলেন তাঁরা। এমনই জাদু দর্শক মনে সৃষ্টি করেছিলেন তাঁরা যে টিভির পর্দায় তাঁদের দেখতে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। কথা হচ্ছে দূরদর্শনের রাম-সীতার মানে অভিনেতা অরুণ গোভিল ও দীপিতা চিকলিয়ার। 𓆉রামানন্দ সাগরের ‘রামায়ণ’ যখন সম্প্রচার হত, হিন্দি বলয়ের অনেক জায়গায় ‘রাম’ অরুণ গꩵোভিল আর ‘সীতা’ দীপিকা চিকলিয়াকে টিভির পর্দায় দেখতে করজোরে বসে থাকেন। অনেকটা বছর পার হয়ে গিয়েছে। তবুও এই জুটির ম্যাজিক ফিকে হয়নি, তা প্রমাণ হয়ে গেল।
ফের মুখোমুখি রাম-সীতা। কালার্স টিভির ঝলক দিখলা জা-র মঞ্চে দেখা হল দুজনের। আর তারই সঙ্গে উঠে এল হাজারো না ভোলা স্মৃতি আর জনপ্রিয় সংলাপ- যা প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুꦯগ্ধ করে রেখেছে।
ঝলকের মঞ্চে রাম-সীতা
চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চের নতুন ঝলক। যেখানে ‘রামায়ণ’-এর একটি আইকনিক দৃশ্যের পুনঃর্নিমাণ করতে দেখা গেল দুই তারকাকে। মঞ্চে এসেই অরুণের পা ছুঁলেন দীপিকা। এবং জꦑানালেন, ‘আজ থেকে আমি আপনার দাসী’। এরপর স্ত্রীকে ‘রাম’ জানালেন ‘আমার দাসী হয়ে কোনওদিন থেকো না। তুমি আমার অর্ধাঙ্গিনী, মিত্র, সখা'। এরপর যোগ করেন, ‘রামের জীবনে তুমি ভিন্ন আর কোনও দ্বিতীয় নারী আসবে না।’ ‘রামায়ণ’ মহাকাব্যের সেই না-ভোলা দৃশ্য আবারও দর্শক দেখলো ঝলকের মঞ্চে। দুজনের রসায়ন দেখে হতবাক সকলে, এত বছরেও এতটুকু ম্লান হয়নি সেই কেমিস্ট্রি।
সত্যি তো, এই স্মৃতি ভোলবার নয়ꦓ। মহাকাব্যের সেই অমোঘ সৃষ্টি দেখে কেউ ভাসলেন আবেগে, কারুর আবার ‘জিয়া নস্টাল’। এই প্রোমো শেয়ার করে চ্যানেলের তরফে জানানো হয়েছে, 'স্বামী-স্ত্রীর দায়-দায়িত্ব কেমন হয়, সেই শিক্ষা দিতে দিওয়ালিতে ঝলকের মঞ্চে আসছেন রাম-সীতা।
এই রিয়ালিটি শো-তে বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত, নোরা ফতেহি, করণ জোহরা। অরুণ গোভ𝄹িল ও দীপিকা চিকলিয়াক💃ে রাম-সীতার ভূমিকায় অভিনয় করতে দেখে আবেগঘন মাধুরী,নোরাও।
প্রসঙ্গত, করোনা লকডাউনের সময় বন্ধ ছিল সিরিয়ালের শ্যুটিং। সেই সময় রামায়ণ সম্প্রচারিত হয়েছিল দূরদর্শনের পর্দায়। দর্শকরা ভালোবাসা উজাড় করে দিয়েছিল এই জুটিকে। রামায়ণের টিআরপি ইতিহাস তৈরি করেছিল, 'গেম অফ থ্রোনস'কেও হার♓িয়ে দিয়েছিল এই জুটি। তা প্রমাণ করে দর্শক মনে আজও কতটা শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে এই জু꧃টির উপর।