আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য তথা দেশ। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই 'খাদান', ‘বহুরূপী’-র টিজার লঞ্চ অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেব ও শিবপ্๊রসাদ মুখোপাধ্যায়। এমনকী 'কাবেরী অন্তর্ধান' জাতীয় পুরস্কার পাওয়ার পরও সেটার সেলিব্রেশন চাননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার আর জি কাণ্ডের কারণে বড় সিদ্ধান্ত নিলেন প্রযোজক রানা সরকার।
কী বলছেন রানা?
আর জি কর কাণꦍ্ডের প্রতিবাদে তাঁর প্রযোজিত ছবি ‘অঙ্ক কি কঠিন’-এর মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন রানা। নিজের ফেসবুকের পাতায় বিজ্ঞপ্তি দিয়ে রানা জানিয়েছেন, ‘আমাদের ছবি অঙ্ক কি কঠিন মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে। বর্তমান রাজ্যের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের ছবি নির্ধারিত সময়ে রিলিজ না করার সিদ্ধান্ত নিলাম।'
রানা আরও লিখেছেন, ‘আমাদের সিনেমা তিন খুদের স্বপ্ন পূরণের গল্প। আগে দর্শক ও সব খুদের বাসযোগ্য হোক এই সমাܫজ। তারপর আমরা সব ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা অভিভাবকরা মিলে দেখব অঙ্ক কি কঠিন।’ প্রযোজক রানার কথায়, ‘এখন জীবনের অঙ্কই কঠিন’, তাই অঙ্ক কি কঠিন আপতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
পরে আরও একটা পোস্টে 'সব অভয়ার বিচার চাই' দাবি করে টেকনিশিয়ান্স স্টুডিওতে মিলিত হওয়ার আহ্বানও করেছেন রানা। এই আহ্বান অবশ্য শুধু রানা নন, টলিপাড়ার বহু শিল্পীই করেছেন। যে পোস্টারে লেখা, 'সব অভয়ার বিচার চাই। আর জি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার। আগামিকাল বিকেল ৪টেয় টেকনিশিয়ান্স স্টুডিওতে মিলিত হয়ে সেখান থেকে সন্ধ্যায় আরজিকর হাসপাতাল। প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীদের আসতে অনুরোধ করছি।' পরে আরও একটা পোস্টর শেয়ার করেছেন রানা, আর তাতে ইংর༺াজিতে লেখে ‘We Want Justice’।
প্রযোজক রানা সরক🌼ারের এই পোস্টকে সমর্থন করেছেন বহু নেটিজেন। শুধু তাই নয়, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৮ অগস্ট যুবভারতীতে ডার্বির ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচও বাতিল হয়েছে। সেখান থেকেও ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা এক হয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হওয়ার ডাক দিয়েছে। যুবভারতীয় সামনে হওয়া প্রতিবাদ মিছিলে যোগ দেবেন টলিপাড়ার তারকারাও। ইতিমধ্যেই সকলকে এই প্রতিব🍨াদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করেছেন সৃজিত থেকে স্বস্তিকা।
এদিকে শুধু সৃজিত-স্বস্তিকা বা অন্যান্য সেলেবরাই নন, যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের যৌথ প্রতিবাদ মিছিলে নেটপাড়ায় রব উঠেছে, ‘জোট বাঁধলে বাঙাল-ঘটি, ছেড়♎ে পালায় হাওয়াই চটি’। শুধু যুবভারতী বা আরজিকর নয়, ঘটনার প্রতিবা🍃দে শহর থেকে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে জোট বেঁধে প্রতিবাদে নামছেন মানুষজন। সোমবার রাখী-বন্ধনের দিনও রয়েছে প্রতিবাদ মিছিল।