‘শমশেরা’-র প্রোমোশনে স্টার প্লাসের শো ‘রবিবার উইথ স্টার পরিবার’-এ হাজির হয়েছিলেন রণবীর কাপুর, সঙ্গে অভিনেত্রী বানী কাপুর। আর এই শো-তেই কাপুর নন্দন জানালেন তিনি আর এই শো-র হোস্ট অর্জুন বিজলানি স্কুলের বন্ধু, একই ক্লাসে পড়তেন তাঁরা।অর্জুন বিজলানির প্রশংসা করে রণবীর বললেন, ‘সবাই জানে না কিন্তু আমরা একে-অপরকে সেই ছোটবেলা থেকে চিনি। আমরা একই স্কুল থেকে, একই ক্লাসে আর একই হাউজের হয়ে ফুটবল খেলতাম। তুমি যা যা করে তা দেখে আমার গর্ব হয়। তুমি এত ভালো বাবা, এত ভালো সঞ্চালক। এটা ভালো লাগে আমার একজন কলিগ, একজন বন্ধু এত ভালো করছে।’ উত্তরে অর্জুন বলেন, ‘থ্যাঙ্কস ইয়ার’। এরপর এগিয়ে যান রণবীরের দিকে। দু'জনেই জড়িয়ে ধরেন একে-অপরকে। অর্জুন বলেন, ‘আ যা গলে লগ যা ইয়ার’।রণবীর আর অর্জুনের এই বিশেষ মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে সকলের। জুনিয়ার কাপুরের প্রশংসায় একজন লিখেছেন, ‘এই ভিডিয়ো প্রমাণ করে দেয় রণবীর কতটা মাটির মানুষ। মন ভরে গেল এই ভিডিয়োটা দেখে। এত সম্মান জানাতে দেখে আমি অভিভূত। বলিউডের অনেকেই তো নিজেদের শিকড়টা ভুলে যান।’অর্জুন আর রণবীর দু'জনেই মুম্বইয়ের ‘বোম্বে স্কটিশ স্কুল’-এ পড়াশোনা করেছেন। সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়াঁ’ দিয়ে ২০০৭ সালে ডেবিউ করেন রণবীর। আর অর্জুনের প্রথম কাজ ২০০৪ সালে বালাজি টেলিফিল্মসের ‘কার্তিকা’। ‘শামশেরা’-য় প্রথমবার ডবল রোলে দেখা মিলবে রণবীর কাপুরের। বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমায় ছেলের নাম বল্লি, আর বাবার নাম শামশেরা। এই ছবি দিয়েই চার বছর পর রুপোলি পর্দায় ফিরছেন রণবীর। এর আগে তাঁকে দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘সঞ্জু’-তে। ‘শামশেরা’র পরই মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’। আপাতত রণবীরের এই দুই ছবি নিয়েই দারুণ উন্মাদনা।