শুক্রবার ৪০ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আলিয়ার সঙ্গে নতুন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচার♔ে এক স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়ে হাজির হয়েছিলেন। সঙ্গে ছিলেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এক স্কুলের পড়ুয়ারা হাজির ছিলেন ওই স্পেশাল স্ক্রিনিংয়ে।
২৮ সেপ্টেম্বর রণবীর কাপুর নিজের জন্মদিনও ওই পড়ুয়াদের সামনে কেক কেটে, সেলফি তুলে, গল্প-আড্ডা দিয়ে উদযাপন করেন। রণবীরের কেক কাটার মুহূর্তে অন্তঃসত্ত্বা আলিয়া মাইক হাতে ‘কেসারিয়া’ গাইতে শুরু করেন। আলিয়ার সঙ্গে খুদে স্কুল পড়ুয়ারাও ওই গান গেয়ে ওঠে। নেটমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। আরও পড়ুন: ‘রঙিন ছেলে’ মদন মিত্র, ‘মা এসেছে’, এই পুজোয় নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির বিধায়ক
গত ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়। সেই গল্পের কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী। তার প্রেমিকা ইশার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। তাঁদের সঙ্গেই অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় এবং শাহরুখ খানের উপস্থিতি এই ছবিকে ব্যবসার নিরিখে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। বক্স অফিসে ৪০০ কোটি আয় করেছে এই ছবি। আরও পড়ুন: টেলিভিশনের পর্দায় ‘রান্নাঘরের গপ্পো’ নিয়ে ফিরছেন সুদীপ্তা, শোনাবেন অজানা গল্প
২০১৫ সালে প্রযোজনা সংস্থার তরফে ‘ব্রহ্মাস্ত্র’-এর ঘোষণা করা হয়েছিল। ২০১৭ সালে শ্যুটিং শুরু হয় ছবির। সফল হয়েছে ছবি, দর্শকদের পছন্দ হয়েছে, পরিচালক এবং প্রযোজক উভয়ই খুশি এবং স্বস্তি পেয়েছেন। আরও পড়ুন: দ্বিতীয় দিনে ২৫% আয় বাড়ল ‘বিক্রম বেদা’র, বক্স অফিসে কত ব্যবসা করল এই ছবি?
ছবির সফলতা নিয়ে নানা মন্তব্য ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এ বিষয় অয়ন হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি যে ধরনের মানুষ, আমি 🦹নিজেকে বা অন্যের চলচ্চিত্র সম্পর্কে বাড়িয়ে-চড়িয়ে বলতে খুব অদ্ভুত বোধ করি। মনে হচ্ছে ছবিটির রায় বেরিয়ে এসেছে। আমরা আমাদের ভবিষ্যতের দিকে অনেক শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি ছবির সাফল্য নিজেই কথা বলছে। আমাকে আর কিছু বলতে হবে না।’ পরিচালক জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’ পার্ট ২: দেবা, ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।