আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৫ তম আন্তর্জাত𝓀িক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন রনবীর কাপুর। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়ালের সঙ্গে কথোপকথনের সময় তিনি বেশ কিছু পারিবারিক এই মুহূর্তের কথা তুলে ধরেছেন সকলের সামনে। শুধু তাই নয়, সকলকে জানিয়েছেন তাঁর জীবনের সবথেকে প্রিয় গানটির বিষয়ে।
রণবীর জানান, ছোটবেলা থেকেই তিনি এই গানটি শুনে বড় হয়েছেন। গানটি ছোট থেকেই ভীষণ প্রিয় তাঁর। কোন গানটি? না, কোনও আধুনিক গান তাঁর প্রিয় নয়। অভিনেতার প্রিয় গান হল ১৯৪৯ সালের ‘আনাড়ি’ সিনেমার বিখ্যাত সেই গান, কিসি কি মুসকুরাহা টোপে হে নিশার। এই গানটি রণবীর꧂ের এতটাই প্রিয়, যে তিনি নিজের মেয়েকেও এই গানটি সব সময় শোনান তিনি।
আরও পড়ুন: প্রেমে ধোকা খ🔯েয়ে ১৪ বছরেই যৌনমিলন! কৈশোরেই কৌমার্য হারানোর কথা ফাঁস গ্র্যামি জয়ী গায়িক꧑ার
তবে শুধু মেয়েকে নয়, আলিয়ার সঙ্গে ডেটিং করার সময়ও এই গানটি তিনি শুনিয়েছিলেন আলিয়াকে। ২০১৪ সালে ‘হাইওয়ে’ শুটিং চলাকালীন ট্রাকের ওপর ইমতিয়াজ আলিরꦺ সাথে বসে আলিয়াকে রণবীর এই গানটি গেয়েই ইমপ্রেস করেছিলেন। আলিয়া রণবীরের মুখে এই গানটি শুনে ভীষণ খুশি হয়েছিলেন। বোঝাই যাচ্ছে, রণবীরের প্রত্যেকটি বিশেষ মুহূর্ত এবং প্রিয়জনকে ভালোবাꦏসা দেখানোর অন্যতম অস্ত্র হলো এই গানটি।
প্রসঙ্গত, ‘আনাড়ি’ সিনেমার এই দুর্দান্ত গানটি কম্পোজ করেছিলেন শংকর জয় কিষান। ছবির পরিচালনা করেছিল🎶েন ঋষিকেশ মুখোপাধ্যায়। রাজ কাপুর ছাড়াও এই সিনেমায় ললিতা পাওয়ার এবং নূতন অভিনয় কর𒉰েছিলেন।
আরও পড়ুন: 'সমান বুক,মুরগির ঠ্যাং🔯...',স্কুলজীবন থেকেই শরীর নিয়ে ভয়ঙ্কর ট্রোলে𓆉র শিকার অনন্যা!
আরও পড়ুন: পার্থের গ্যালারি থেকে ভাইরাল ‘বির🐓াটের মতো দেখতে’ খুদে কি আদৌ অকায়? সত্যিটা জানালেন অনুষ্কার ননদিনি
গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৮১ টি দেশের প্রায় ১৮০টি আন্তর্জাতিক সিনেমা দেখানো হবে এই উৎসবে। জন্মশতবর্ষে সম্মান জানানো হবে রাজ কাꦗপুর, তপন সিনহা, মোহাম্মদ রফি এবং আক্কিনেনি নাগেশ্বর রাওকে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।