🌊 বহুদিন ধরেই চর্চায় রয়েছে নীতিশ তিওয়ারির 'রামায়ণ'। এরই হাত ধরে 'রাম' সেজে পর্দায় ধরা দেবেন 'কাপুর পুত্র' রণবীর। আর তাঁর সীতা হয়ে উঠবেন দক্ষিণের সাই পল্লবী। মাঝে মধ্যেই রামায়ণ নিয়ে উঠে আসছে আরও নানান তথ্য। 'রাম' হয়ে উঠতে বহুদিন ধরেই নানান প্রস্তুতি নিচ্ছেন রণবীর। তবে অনুরাগীরা এই ছবির অপেক্ষায় রয়েছেন, সকলেই জানতে চান কবে থেকে শুরু হবে ছবির শ্যুটিং?
💖অবশেষে সামনে এসেছে সেই শুভক্ষণ। পিঙ্কভিলার প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, চলতি এপ্রিলেই 'রামায়ণ'-এর শ্যুটিং শুরু হবে। মুম্বই ফিল্ম সিটিতেই তৈরি হয়েছে এই ছবির বিশাল ও রাজকীয় সেট। যেটি কিনা আদপে একটা গুরুকুলের সেট-আপ বলে জানা যাচ্ছে। আগামী ২ এপ্রিল থেকে ছবির শ্যুটিং শুরু হচ্ছে বলে খবর।
🌌একটি সূত্র জানাচ্ছে, ‘ ফিল্ম সিটিতে নীতেশ তিওয়ারি রামের শৈশবের অংশগুলির দিয়ে শুটিং শুরু করবেন, যেখানে তিনি গুরু বশিষ্ঠ, শ্রীরাম এবং তাঁর ভাইদের জীবনের পাঠ দেবেন। জানা যাচ্ছে, শিশির শর্মাকে গুরু বশিষ্ঠের ভূমিকায় অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে রাম ও তাঁর ভাইদের ভূমিকায় কোন শিশু শিল্পীরা অভিনয় করছেন, তা আপাতত গোপন রাখা হয়েছে। মূল রামায়ণের অংশ অপরিবর্তিত রেখেই ছবিটি তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। নির্মাতারা বইয়ের রামাণয়ের প্রতিটি অংশের সঙ্গে ন্যায়বিচার করতে যথেষ্ঠ সতর্ক বলেই জানা যাচ্ছে। এটা একটা ট্রিলজি হতে চলেছে। এই ছবি যাতে নতুন প্রজন্মকে রামায়ণ সম্পর্কে শিক্ষিত করে তুলতে পারে, সেকথা মাথায় রেখেই এটা বানানো হবে।’
꧃যদিও মুম্বই ফিল্ম সিটিতে যে অংশের শ্যুটিং শুরু হবে, সেই প্রথম পর্যায়ের শ্যুটিংয়ে রণবীর উপস্থিত থাকছেন না। তিনি আপাতত লস অ্যাঞ্জেলেসে থাকবেন রামায়ণের 3D স্ক্যান চূড়ান্ত করতে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তিনি শ্যুটিংয়ে যোগ দেবেন। খুব সম্ভবত সেটা ১৭ এপ্রিল গত কয়েকমাসে রামায়ণের থ্রিডি স্ক্যানের জন্য একাধিকবার লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। তবে এবার তিনি থ্রিডি স্ক্যানের চূড়ান্ত পর্বের জন্য মার্কিন মুলুকে উড়ে যাবেন।
🐬এদিকে সম্প্রতি জানা গিয়েছে অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণনকে নাকি কৌশল্যার চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। আগেই জানা গিয়েছিল, নীতিশ তিওয়ারির রামায়ণে হনুমান হচ্ছেন সানি দেওল। সাই পল্লবী হচ্ছেন সীতা। দক্ষিণের যশ হচ্ছেন রাবণ, সূর্পনখার চরিত্রে রকুলপ্রীত সিং, আর অমিতাভ বচ্চনকে দেখা যাবে রাজা দশরথের চরিত্রে। অন্যদিকে ববি দেওল এবং বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে।