আগামী মাসের শুরুতেই অর্থাৎ পয়লা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অ্যানিম্যাল। এই ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিটির নাম এমন অদ্ভুত কেন? চেন্নাইয়ে ছবির প্রচারে এসে কারণ ফাঁস করলেন অভিনেতা। জানালেন পশুরা যেমন ইনস্টিনক্টে𝔍র বশে যা খুশি করে ফেলতে পারে তেমনই তার সেই কাজ কখনই ভাবনা থেকে মুছে ফেলা যায় না।
রণবীর এই ছবির প্রসঙ্গে বলেন, 'ছবিটা একবার দেখলেই বুঝবেন কেন এটির নাম এমন। সন্দীপ রেড্ডি ভাঙা এই ছবিটির নাম এমন দিয়েছেন কারণ পশুরা যেমন তাঁদের ইনস্টিনক্টের বশে কাজ করে, ভাবনা থেকে কাজ ক🐽রে না সেটাই এখানে দেখানো হয়েছে।'
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে খোঁজ মিলল দ্বিতীয় শ্রেয়া ঘোষালের!🅺 প্রণাম করলেন রণবীর
আরও পড়ুন: অ্যানিম্যালের 𝔍জন্য ৪ মাস মিষ্টি-চিনি কিছুই খাননি ববি! সহ্য ক😼রেছেন আর কী কী বিধিনিষেধ?
তিনি আরও জানান তিনি যে চরিত্রে অভিনয় করছেন সেটা তার পরিবারের জন্য, পরিবারকে বাঁচাতে ইনস🃏্টিনক্টের বশে কাজ করে। সে ভীষণ ইম্পালসিভ। আর সেই জন্যই এই ছবি দেখলে বোঝা যাবে কেন এই নামটা ছবিটার জন্য একেবারেই উপযোগী।
অ্যানিম্যাল ছবিতে 🎃রণবীর কাপুর ছাড়াও আছেন অনিল কাপুর, ববি দেওল, প্রমুখ। এই ছবির জন্য ববি গত চার মাস কোনও মিষ্টি বা চিনি খাননি। এমনকি আরও বেশি পরিশ্রম করেছেন শরীরটাকে গড়ে তোলার জন্য। ববির ট্রেনার জানিয়েছেন এই ছবিতে নিজেকে রণবীরের থেকে চওড়া এবং বড় দেখাতে চেয়েছিলেন ববি। এমনটাই পরিচালকের নির্দেশ ছিল। সেটার জন্য তাঁর শরীরকে 🌄সেভাবেই গড়ে তুলতে হতো। আর সেটা করতে গিয়েই ববির শরীরে ফ্যাটের পরিমাণ কমে গিয়ে হয় মাত্র ১২। এমন সময় তাঁর ওজন ৮৫ থেকে ৯০ এর মধ্যেই থাকতো।
এই ছবিতে রণবীরের বিপরীতে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে রশ্মিকার মন্দানাকে। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। এটি মোট পাঁচ ভাষায় মুক্তি 🐭পেতে চলেছে, হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়লাম। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটি ৩ ঘণ্টা ২১ মিনিটের হবে বলেই মনে করা হচ্ছে।