🧸 গত মার্চ থেকে শুরু হয়েছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত 'রামায়ণ'-এর শ্যুটিং। এরই মাঝে প্রায়দিনই রামায়ণের শ্যুটিং স্পট থেকে কোনও না কোনও ছবি ফাঁস হচ্ছে। মুম্বই ফিল্ম সিটি-তে চলেছে ৮৩৫ কোটি বাজেটের এই ছবির শ্যুটিং। ছবির কাজের সুবিধার্থে জোশ ময়দানে প্রযোজনা সংস্থার জন্য হেলিপ্যাড সেট স্থাপন করা হয়েছে। এদিকে এসবেরই মাঝে ফাঁস হয়েছে ছবির ওয়ার্কিং টাইটেল। কিন্তু কী সেই নাম?
🎉জানা যাচ্ছে, নীতিশ তিওয়ারির রামায়ণের ওয়ার্কিং টাইটেল হল ‘গড পাওয়ার’। অর্থাৎ ছবির শ্যুটিংয়ের জন্য ছবির এই নাম রাখা হয়েছে। এদিকে শোনা যাচ্ছে, রামায়ণের শ্যুটিংয়ের জন্য যে শিডিউল চূড়ান্ত হয়েছে, তার বাইরেও শ্যুটিং হবে। এদিকে আবার চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বরে সঞ্জয় লীলা বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির শুটিং শুরু করার কথা রণবীরের। তাহলে দুটো বিগ বাজেট ছবি কীভাবে সামলাবেন রণবীর?
💮নিউজ 18-এর প্রতিবেদন অনুসারে, সূত্র জানাচ্ছে, 'রণবীর রামায়ণের শুটিং চালিয়ে যাবেন। অগস্টের দ্বিতীয়ার্ধে বা সেপ্টেম্বরের শুরুতে রামায়ণের সঙ্গেই লাভ অ্যান্ড ওয়ারের প্রস্তুতিও শুরু করবেন তিনি। আলিয়া যখন শর্বরী ওয়াঘের সঙ্গে যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই থ্রিলারটির শ্য়ুটিংয়ে ব্যস্ত থাকবেন, তখন রণবীর থাকবেন বনশালির ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনে। শোনা যাচ্ছে, নভেম্বরের মধ্যে রামায়ণ ট্রিলজির প্রথম পর্বের শুটিং শেষ হতে পারে। এরপরই বনশালি রণবীরের সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার-কাজ শুরু করবেন। 'লাভ অ্যান্ড ওয়ার'-এর একটাং অংশের শুটিং হবে মুম্বইয়ে, যদিও তার সেট এখনও তৈরি হয়নি।
﷽জানা যাচ্ছে লাভ অ্যান্ড ওয়ার- কিছু গানের দৃশ্য থাকবে যার জন্য বনশালি ব্যক্তিগতভাবে তাঁর প্রোডাকশন ডিজাইন টিমের সঙ্গে আলোচনা করছেন। তবে ভিকি কৌশল কবে এই ছবির শুটিংয়ে অংশ নেবেন, তা এখনও জানা যায়নি।
রামায়ণের সেটে কড়া নজরদারি
🐼এদিকে রামায়ণের সেট থেকে বারবার ছবি ফাঁস হওয়া এড়াতে এবার সেটের ভিতরের অংশ ঢেকে রাখার সিদ্ধান্ত নিয়েছে রামায়ণ টিম। প্রযোজকরা আনুষ্ঠানিক ঘোষণার আগে ছবির কোনও ঝলক প্রকাশ্যে আনতে চাননা। সেটে শ্যুটিং চলাকালীন নো-ফোন নীতি বেছে নেওয়া হয়েছে। ফাঁস হওয়া এড়াতে চারদিকে পর্দা লাগানো হয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রামায়ণ
✱রামায়ণ-এর পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। যেখানে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, দেবী সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, হনুমানের চরিত্রে সানি দেওল এবং মন্থরার চরিত্রে শিবা চাড্ডা অভিনয় করেছেন। তবে ছবির বিষয়ে কোনও কিছুই আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
লাভ অ্যান্ড ওয়ার
🍸সঞ্জয় লীলা বনশালির মহাকাব্যিক কাহিনী ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাবে ২০২৫-এর ক্রিসমাসে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে দেখা যাবে এই ছবিতে। চলতি বছরের জানুয়ারিতে বনশালি এই ছবির বিষয়ে ঘোষণা করেছিলেন।