কাটোয়ার নিম্নবিত্ত পরিবারের মেয়ে শ্রুতি দাস। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় পা ꦍরেখেছিলেন। গত কয়েক বছরে টেলি ইন্ডাস্ট্রির পরিচিত নাম হয়ে উঠেছেন কাটোয়ার এই 'কৃষ্ণকলি'। মাস কয়েক আগেই শেষ হয়েছে শ্রুতি অভিনীত মেগা ‘রাঙা বউ’। আগামিতে শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে রাখি গুলজারের সহ-অভিনেত্রী হিসাবে দেখা মিলবে তাঁর। বলা যায়,শ্রুতির কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী।
মনের কথা মন খুলে বলতে😼 কোনওদিনই 🎐কুন্ঠাবোধ করেন না শ্রুতি, বরং সোশ্যালে ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী। ট্রোলারদেরও উচিত জবাব দিতে সর্বদা ওস্তাদ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দুত্ববাদ থেকে বিজেপি নিয়ে অকপটে আর নির্ভীকভাবে কথা বললেন ‘ত্রিনয়নী’ সিরিয়ালের মুখ। শ্রুতি স্পষ্ট জানান, হিন্দুত্ববাদ বা বিজেপি কোনওটা নিয়েই বিস্তারিত বোঝেন না তিনি। তবে তাঁর বাড়িতে বজরংবলির মূর্তি রয়েছে।
আমি নিয়মিত হনুমান চালিশা পড়ি: শ্রুতি
জোরগলায় শ্রুতি বললেন, তিনি রামভক্ত হনুমানের পরম ভক্ত। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি জানান, তাঁর জেঠিমা বাড়ির দরজার উপরে বজরংবলির মূর্তি লাগানোয় তাঁক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সবটা শুনে💮 অবাক অভিনেত্রী। তিনি পালটা বলেন, ‘ভগবানকে পুজো করতেও আজকাল ভয় লাগছে। আমি জেঠিমাকে বললাম, আমি হনুমান চালিশা পড়ি, আমি জয় শ্রীরাম বলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ… হরে রাম বলি। তা সেগুলো রাস্তাঘাটে বলতে গেলে লোকে কি বলবে দিཧদির আমলে তুই বিজেপি করছিস?’
শ্রুতির পালটা প্রশ্ন, ‘এই নোংরামোগুলো আ𒊎মি সহ্য করতে পারি না। আমি দিদিꦿকে ভালোবাসি না মোদিকে ভালোবাসি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনও ব্যক্তি স্বাধীনতা নেই? কে থালা বাজাচ্ছে আর কে দিদির জয়গান করছেন, এটার জন্য লোককে কথা শুনতে হলে এই সমাজে আমার থেকে লাভ নেই’।
রাজনীতির ময়দানে নামবেন শ্রুতি?
রাজনীতির ময়দানে এখন গ্ল্যামার জগতের তারকাদের ছড়াছড়ি। দেব, রচনা, সায়নী, সায়ন্তিকারা রয়েছেন ভোটের ময়দানে। ভবিষ্যতে কি রাজনীতির পিচে ব্যাটিং করবেন শ্রুতি? রাজনীতিতে যোগদান প্রসঙ্গে শ্রুতির ভাবনাচিন্তা খুব পরিষ্কার। জানালেন, আগে পড়াশোনা করতে হবে। কোনও বিষয়ে না জেনে তিনি হুট করে ঝাঁপিয়ে পড়তে পারেন না। বলেই ফেললেন, ‘রাজনীতি নিয়ে আমার পড়াশোনা নেই। আমি গণ্ডম🎶ূর্খের মতো দাঁড়াতে পারব না, গালাগাল থেকে পারব না। আমি অভিনেত্রী, প্রচুর মানুষ আমাকে ভালোবাসে।’ দেবকে এই মামলায় নিজের আইডল বলেন শ্রুতি।
তাহলে🔴 দেবের ডাকে ভোট প্রচার করবেন? সাব🍌ধানী শ্রুতি বললেন, কী ব্যাপারে প্রচার করতে হবে সেটা ভালোভাবে জেনেবুঝে এবং পড়াশোনা করে তবেই তিনি পা বাড়াবেন।