‘কভি আলবিদা না কেহ না’ ছবিতে সর্বশেষ একসঙ্গে জুটি বেঁধেছিলেন শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। ১৯ বছর পর এবার আরও এক൩বার বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। ‘পাঠান’ ছবির ব্লকবাস্টার সাফল্যের পর সিদ্ধার্থ আনন্দের সঙ্গে আরও একবার কাজ করতে চলেছেন শাহরুখ, যে সিনেমায় থাকবে একাধিক বড় চমক।
রেড চিলিস এবং মারফ্লিক্স প্রযোজিত ‘কিং’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান এবং দীপিকা ꦍপাড়ুকোন। শাহরুখের মেয়ে সুহানার এটি বড় পর্দায় হতে চলেছে প্রথম সিনেমা। এই সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি এবং অভয় ভার্মাকে। তবে এবার♎ সিনেমাটি ঘিরে শোনা গেল আরও একটি বড় চমক।
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপারহিট ছবি উপহার দিয়েছেন 𒀰এই তারকা, কে বলুন তো?
আরও পড়ুন: বলিউডের সব থেকে ব্যয়বহুল অপ্রকাশিত ছবি, যার বাজেট 👍বাহুবলী, পুষ্পা-র থেকেও ব🦩েশি
১৯ বছর পর এই সিনেমায় আবার⛦ একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়কে। যদিও এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন রানি, তবে রানির চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ। শোনা গিয়েছে, ‘কিং’ সিনেমায় সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি।
সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, এই সিনেমার জন্য রানিকে মাত্র ৫ দিন শ্যুটিং করতে হবে, তবে এটি হতে চলেছে একটি দীর্ঘ ক্যামিও চরিত্র। সিনেমার স্ক্রিপ্ট শোনা মাত্রই রাজি হয়🌱ে গিয়েছিলেন রানি, বন্ধুর সঙ্গে বহুদিন পর স্ক্রিন শেয়ার করার এই সুবর্ণ সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননি অভিনেত্র🌱ী।
আরও পড়ুন: কাজ সাম𓆉লেও বাড়িরꦡ দিকে কড়া নজর ক্যাটের, জন্মদিনে মজার অভিজ্ঞতা শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে সহকর্মীদের নীরবতায়💙 সোচ্চার প্রীতি, বললেন, 'সবার মতামত...'
‘কিং’ সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে আগামী ২০ মে থেকে। কিছু শ্যুটিং মু👍ম্বইয়ে এবং কিছুটা ইউরোপে হবে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় শাহরুখ খানকে একজন খুনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যিনি পর্দায় মোকাবিলা করবেন অভিষেক বচ্চনের সঙ্গে।