শার্ক ট্যাংক ইন্ডিয়🐼া থেকে সরে দাঁড়ালেন রণবিজয় সিংহ। অথচ গত বছর তাঁর সঞ্চালনাই মাতিয়ে রেখেছিল এই শোটিকে। ২০২২ সালের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় শো ছিল এটি। কিন্তু এবার মাত্র 🦋কিছুদিন আগেই শার্ক ট্যাংক ইন্ডিয়া সিজন ২ শুরু হল। আর সেটার মাঝপথেই আচমকা সরে গেলেন তিনি। কিন্তু কেন তিনি সরে গেলেন? এই ৩৯ বছর বয়সী সঞ্চালক জানান যে এই শোতে তিনি দারুন সময় কাটিয়েছেন। কিন্তু এর বেশি তাঁর আর কিছু দেওয়ার নেই এই শোতে। তাই তিনি সরে গেলেন।
তিনি আরও বিস্তারিত ভাবে বলেন, আমার এই শোয়ের কনসেপ্টটা বেশ ভালো লেগেছিল যেখানে নতুন উদ্যোগপতিরা এসে নিজেদের❀ ভাবনা, কাজ, ব্যবসার কথা তুলে ধরছেন, নিজেদের ভাবনাচিন্তা, সাইকোলজি নিয়ে আলোচনা করছেন। তাঁরা জানাচ্ছ🍸েন কেন তাঁদের ইনভেস্টমেন্ট প্রয়োজন। কিন্তু এখানে, একজন সঞ্চালক হিসেবে আমার বিশেষ কিছু করার নেই। এবং সময়ের সঙ্গে এটা খুব স্পষ্ট হয়ে উঠছিল যে রণবিজয়ের আর কোনও প্রয়োজনীয়তা নেই।
আর সেই কারণেই তিনি এই শো থেকে সরে গিয়েছেন বলে জান🌠ান। শুধু তাই নয় তিনি বলেন প্রথম ভাগের যখন এডিটিং চলছিল তখনই এই শোয়ের নির্মাতারা জানিয়েছিলেন যে তাঁর জন্য বিশেষ জায়গা নেই। এবং এটার পর আমরা একটি মিউচ্যুয়াল সিদ্ধান্তে আসি। এই শোতে এখไন আরও অনেক কিছু হবে।'
কিন্তু তাহলে তাঁকে কেন নেওয়া হয়েছিল এই শোতে? এই প্রশ্নের উত্তরে রণবিজয় বলেন, যাঁরা এখানে আসেন তাঁদের গল্পগুলো সবার সামনে ꦛতুলে ধরার জন্যই তাঁকে নেওয়া ﷽হয়েছিল। তাঁর কথায়, 'সঞ্চালক হিসেবে, আমি এই নতুন উদ্যোগপতিদের সাহায্য করতাম তাঁদের গল্প সবার সামনে তুলে ধরার জন্য। কিন্তু পরে দেখা গেল এই কথোপকথনের অংশটা নিজে থেকে এত স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে যে সেখানে আলাদা করে আমার আর কোনও প্রয়োজন নেই। যাঁরা এখানে আসছে তাঁরা সকলেই ভীষণ ভালো কথা বলেন।'
যদিও বর্তমানে এখন এই শোতে তাঁর জায়গায় কমেডিয়ান রাহুল দুয়াকে দেখা যাচ্ছে। এই শোয💛়ের সঙ্গে তিনি স্প্লিটসভিলা বা রোডিজের তুলনা করে বলেন সেখানে সঞ্চালক হিসেবেও তাঁর যথেষ্ট কাজ ছিল জায়গা ছিল। যেটা এখানে তিনি পাচ্ছেন না। বাধ্য হয়ে তিনি শার্ক ট্যাংকে এমন জিনিস করছিলেন সঞ্চালক হিসেবে যা ঠিক জমছিল না। আর সেই কারণে সব দিক বিবেচনা করেই তিনি সরে গেলেন এই শো থেকে।