‘কাঁচা বাদাম’ গান এখনও শোনেনি এমন বাঙালি এ রাজ্যে খুঁজে পাওয়া দায়। বীরভূমের ভুবন বাদ্যকর বাদাম বিক্রির গান বেঁধে সুপার ভাইরাল। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ এই গান শুনে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ♛। আর এবার ভুবনের তৈরি গানে ভুবনকেই জব্বর টেক্কা দিলেন রানাঘাটের রানু মণ্ডল। ‘লতাকন্ঠী’ বলে লাইমলাইটে উঠে আসা রানু এবার বেগুনি জ্যাকেট জড়িয়ে গেয়ে ফেললেন এই ট্রেন্ডিং গান। ব্যাস, নিমেষেই ভাইরাল রানুর কন্ঠে ‘কাঁচা বাদাম’। সেই গান নিয়ে কেউ ট্রোল করছেন, তো কেউ আবার প্রশংসাও।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দাꦏ ভুবন বাদ্যকর। বাদাম বেচেই দিন কাটে তাঁর। সঙ্গে মজাদার সব গানও গেয়ে থাকেন পসার জমানোর সুবাদেই। অধিকাংশ গানই আঞ্চলিক কিংবা তাঁর নিজের রচিত। ভুবনবাবুরই 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম' গানখানা সম্প্রতি জোরদার ভাইরাল হয়েছে স🅺োশ্যাল মিডিয়ায়। ফেসবুক থেকে ইউটিউব, তাঁর গানের ভিডিয়ো, রিলস-এর ছড়াছড়ি। তাঁর গাওয়া গানের ভিডিয়োটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক মিলিয়ন দর্শক। আর সেই ট্রেন্ডে শামিল হলেন রানু মণ্ডলও।
প্ল্যাটফর্মে বসে 'প্যায়ার কা নাগমা' গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেখান থেকে মায়ানগরীতে পারি ও পরবর্তী 𒐪সময়ে হিমেশ রেশমিয়ার সুরে গান গাওয়া। 'তে⛎রি মেরি' গান গেয়ে বিখ্যাত হয়ে যান রানু মণ্ডল। এবার আরও এক ভাইরাল সেনসেশনের গান ধরলেন রানু নিজে। যদিও ভুবন বাদ্যকরের গান নিজের মতো করেই গেয়েছেন রানু। এই গান শুনে কেউ কেউ বলছেন, ‘রানু দির মুখে তো শুনলাম, এখন হিরো আলমের কন্ঠে শুনতে বাকি’।
অল্প সময়ের জন্য লাইমলাইটে এসেও পুরোনো জীবনেই ফিরেছেন রানু, তবে মাঝেমধ্যেই রানুর নিত্যনতুন ভিডিয়ো সামনে আসতে থাকে। উল্লেখ্য, খুব শীঘ্রই বলিউডে তৈরি ജহচ্ছে রানু মন্ডলের বায়োপিক। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঈশিকা দে। ইতিমধ্যেই রানাঘাটের বাড়িত🙈ে গিয়ে রানুর সঙ্গে দেখাও করে এসেছেন অভিনেত্রী।