লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে, মঙ্গলবার সেখানেই ছিল আর্সেনাল বনাম চেলসির খেলা। আর ভারতের তরফে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সেখানে হাজির হয়েছেন রণবীর সিং। খেলা শুরুর আগে তাঁর সঙ্গে মাঠে ছিলেন সেস্ক ফ্যাব্রেগাস প্যাট্রিক ভিয়েরা, জিমি ফ্লয়েড। কথোপকথনে ভারতীয়⛄ দর্শকদের সঙ্গে তাঁদের আলাপ করিয়ে দেন রণবীর।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘এখানে আসতে পেরে, এমন সম্মানিত অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি। মিঃ প্যাট্রিক ভিয়েরা, সেস্ক ফ্যাব্রেগাস এবং ♈জিমি ফ্লয়েড হ্যাসেলবেঙ্কের সঙ্গে পরিচয় করেন রণবীর। বলেন, যেহেতু আমরা ভারতে জন্মগ্রহণ করেছি, তাই ক্💦রিকেট আমাদের কাছে একটি ধর্মের মতো, এটি আমাদের রক্তে মিশে আছে। কিন্তু, ক্রিকেটের পর যদি আর কিছু থাকে, তা হলো ফুটবল। ভারতে ফুটবল দারুণ একটা বিষয়।’
রণবীর জানান তিনি কীভাবে প্যাট্রিক ভিয়েরার কারণে ফুটবল ক্লাব আর্সেনালের প্রেমে পড়েছিলেন। রণবীরের কথায়, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ ২০০০ সাল নাগাদ দেখানো হয়েছিল। পুরো প্রজন্ম তখন এই উচ্চমানের ফুꦉটবলে বুঁদ হয়েছিল। আমি যখন সেই ফুটবল খেলা দেখছিলাম তখন আর্সেনালের প্রেমে পড়ে যাই।’
আরও পড়ুন-'নিজের নয়, শাম্মী কাপুর🐎ের প্রথমপক্ষের সন্তানদেরই বড় করব, এই সিদ্ধান্ত ছিল একান্তই আমার…'
রণবীর জানান, জিমি ফ্লয়েড গোল করত🎃ে দেখে তিনিও লাফিয়ে নিজেও ঘরের চারপাশে দৌড়াচ্ছিলেন। তাঁর সহ অভিনেতা অর্জুন কাপুরও তখন চিৎকার জুড়ে দেন, যিনি আবার কিনা চেলসির ভক্ত।' রণবীরের কথায়, ‘আর আজ আমি যখন প্রথম প্যাট্রিক ভিয়েরাকে দেখলাম, তখন আমি স্টেডিয়ামে আসার সুড়ঙ্গের মধ্যে ছিলাম। আমার সঙ্গে এক কাছের বন্ধুও ছিলেন, যিনি আবার কিনা গত ২২ বছর ধরে আর্সেনালের ভক্ত। আমরা খানিকটা তখꦚন স্কুলছাত্রীদের আচরণ সঙ্গে দেখা করছিলাম। ৬ বছর আগে, আমি আমার নায়ক থিয়েরি অঁরির সঙ্গে দেখা করেছি, আর এখন আমি এই সম্মানিত মানুষদের সামনে দাঁড়াতে পেরে খুব সম্মানিত বোধ করছি।’
কথাগুলো ঝড়ের ꦫগতিতে বলে যেতে দেখা যায় রণবীর সিংকে। তাঁর আত্মবিশ্বাস দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।