১৪ নভেম্বর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ষষ্ঠ বিবাহবার্ষিকী। এই বছরটি অতিরিক্তꦛ বিশেষ, কারণ এটি 🥀তাদের প্রথম সন্তান, মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের জন্মের কয়েক মাস পরে। অর্থাৎ এবার মেয়েকে নিয়েই বিবাহবার্ষিকী কাটাবেন তাঁরা।
দীপিকার জন্য রণবীরের শুভেচ্ছাবার্তা
বৃহস্পতিবার সকালে রণবীর তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে গিয়ে বউয়ের জন্য শ♎ুধু মিষ্টি বার্তাই ভাগ করে নিলেন না, দিলেন কিছু অদেখা ছবিও। প্রথম স্লাইডটি ছিল দীপিকার বাধভাঙা হাসির। তারপর ছুটি কাটানোর সময় সমুদ্রে তার একটি সেলফি। এরপর কখনো দেখা গেল নায়িকাকে ক্যাজুয়াল পোশাকে, তো কখনও আইসক্রিম এবং কেকের মজা নি𝔍তে। মাতৃত্বকালীন ফটোশুটের একটি ক্লিকও রয়েছে এতে।
আরও পড়ুন: ভাই মুসলিম, বাবা খ্রিস্টান, মা শিখ, ব⛄উ হিন্দু ! পরিবার নিয়ে মুখ খুললেন বিক্রান্🎀ত
রণবীর ক্যাপশনে লেখেন, ‘প্রতিদিনই ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে, কিন্তু আজকের দিনটা আসল। #HappyAnniversary @deepikapadukone (ফ্লাইং কিস এবং হার্ট ইমোজি) আই লাভ ইউ (ইভিল আই এবং ইনফিনিটি ইꦿমোজি)।’
আরও পড়ুন: স্লট বদলের 👍ঘোষণা বদলাল নিম ফুলের কপাল? টিআরপি টপার ফুলকি, ২ নম্বরে এই মেগা
রণবীর-দীপিকার লাভস্টোরি:
২০১৩ সালে সঞ্জয় লীলা বনশালির রোমান্টিক ছবি 'গোলিয়োঁ কি রাসলীলা: রাম-লীলা'র সেটে রণবীর ও দীপিকা প্রমপর্ব শুরু হয়েছিল। পরবর্তীকালে তারা বনশালির পরিচালনায় ২০১৫ সালের পিরিয়ড ড্রামা বাজিরাও মাস্তানি এবং তারপর ২০১৮ সালের পদ্মাবতে একসঙ্গে কাজ করেন। এছাড়াও হোমি আদাজানিয়ার ২০১৪ সালের সিনেমা ফাইন্ডিং ফ্যানি, কবির খানের ২০২২ সালের স্পোর্টস ড্রামা ৮৩, এবং রোহিত শেট্টির ২০২২ সালের সার্কাস-এ অ💙ভিনয় করেন।
২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর-দীপিকা। তারা মাত্র ৫ বছর পরে ডিজনি + হটস্টারে করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণ সিজন 8 এর প্রিমিয়ার পর্বে তাদের বিয়ের ভিডিও প্রকাশ করেছিলেন। চলতি বছরের শুরুতেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন রণবীর ও দীপিকা। সেপ্টেম্বরে তারা কন্যা দুয়া পাড়ুকোন সিংয়൩ের মা হন ৩৮ বছরের দীপিকা। তবে মেয়ের মুখ এখনও সামনে আনেননি মা-বাবা।