রণবীর শোরে প্রায়ই নিজের ব্যক্তিগতꦚ জীবন নিয়ে মুখ খোলেন। বিগ বস ওটিটি থ্রি-তে দ্বিতীয় রানার আপ হওয়া এই অভিনেতা এবার দাবি করলেন, বিচ্ছেদের পর অভিনেত♈া পূজা ভাটের ভাই তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছিল। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর আরও অভিযোগ করেন, পূজার বাবা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট তাঁকে নিয়ে মিথ্যা গল্প ছড়িয়েছেন।
পূজার সঙ্গে তাঁর অতীত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ♔অভিনেতা বলেন, ‘সেই সময় যখন আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আমি অনুভব করেছিলাম যে, তাঁর প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, সেটাকে উনি খারাপভাবে ব্যবহার করেছিলেন। যখন সেই ঝামেলাটা হল, তিনি আমার ববাকে বললেন, আমার মনে হয় আমাদের ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়া উচিত। যা হয়েছে বাচ্চাদের মধ্যে। পরের দিন উনি আমার ব্যাপারে ভুল তথ্য দিলেন মিডিয়াকে। মাকে মদ্যপ নির্যাতনকারী ব্যক্তি হিসাবে চিত্রিত করলেন। সব মিথ্যে!’
আরও পড়ুন: ‘বাংলার বেঠ♛োফেন’, রথীজিতের প্রশংসায় পঞ্চমুখ অন্তরা, ফের চমক আরাত্রিকার
রণবীর আরও বলেন, ‘তার ভাইই আমাকে লাঞ💮্ছিত করেছে। উনি (মহেশ ভাট) ওঁদের বলতে পারতে𒆙ন, ‘ওদের সঙ্গে ওভাবে কথা বলো না। সেই অর্থে আমি অনুভব করেছি যে তিনি আমার সঙ্গে খারাপ করেছেন। এগুলো সবই ২৫ বছরের পুরনো গল্প, আমি এখন আর এগুলোর মধ্যে ঢুকতে চাই না।’
আরও পড়ুন: নির্যাতিতার প্রেমজীবনের সঙ্গে জুড়ে লগ্নজিতার গান, সবটা 🌸জেনে চোখে জল গা♏য়িকার
শশীলাল নায়ারের ‘এক ছোটি সি লাভ স্টোরি’ সিনেমায় মনীষা কৈরালার বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন রণবীর শোরে। এরপর 'খোসলা কা ঘোসলা', 'পেয়ার কে সাইড এফেক্টস', 💦'ভেজা ফ্রাই', 'হা🐽নিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড', 'সিং ইস কিং', 'আ ডেথ ইন দ্য গুঞ্জ', 'সোনচিড়িয়া'র মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। সলমন খান-ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার থ্রি' সিনেমায় শেষ দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: ‘পুরুষ মানেই সম্ভাব্য ধ꧋র্ষক!’ আরজি কর-কাণ্ডের পর বিতর্কিত মন্তব্য অভিনেত্রীর
এরপর আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস থেকে অনুপ্রাণিত হয়ে ক্রাইম-থ্রিলার সিরিজ শেখর হোম-এ দেখা যাবে রণবীর শোরেকে। কেকে মেনন শার্লকের ভূমিকায় অভিনয় করেছেন। কীর্তি কুলহারি, রসিকা দুগ্গল এবং দিব্যেন্দু ভট্টাচার্যও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এটি যৌথভাবে পরিচালনা করেছে রোহন স🅰িপ্পি 🍬এবং সৃজিত মুখোপাধ্যায়। শেখর হোম মুক্তি পাবে ১৪ আগস্ট। এটি জিও সিনেমাতে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ হবে।