অভিনয় নিয়ে দারুণ সিরিয়াস হলেও ছবির সেটে মজা করার সুযোগ ছাড়েন না আমির খান। নব্বইয়ের দশকের কাল্ট কমেডি ক্লাসিক 'আন্দাজ আপনা আপনা'-র শ্যুটিং চলাকালীনও ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের পিছনে লাগতেন আমির। তবে পাল্টা তাঁকেও ওই ছবির সেটেই একবার দারুণ বোকা বানিয়েছিলেন রবিনা টন্ডন। প্রসঙ্গত, 'আন্দাজ আপনা আপনা' ছবির অন্যতম কেন্🐓দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল আমির এবং রবিনাকে। বাকি দু'জন ছিলেন সলমন খান এবং করিশ্মা কাপুর।
প্রথমে অবশ্য রবিনাকে বোকা বানিয়েছিলেন 'মিঃ পারফেকশনিস্ট'। রবিনার কথাতেই জানা যায় সেটের বাকিদের সঙ্গে ফন্দি এঁটে এই মজা করেছিলেন আমির। বলি-সুন্দরী তখন শ্যুট শুরুর আগে রুপটান দিতে ব্যস্ত। এইসময় তাঁর সামনে এসে আমির এমন ভান করলেন য🌌ে তাঁর হাত থেকে গরম চা ভর্তি পেয়ালা উল্টে পড়ে যাচ্ছে রবিনার গায়ে। স্বভাবতই ভয় পেয়ে চিৎকার করে ওঠেন অভিনেত্রী। করেই ব💙োঝেন বেবাক বোকা বনে গিয়েছেন তিনি। আসলে ওই চায়ের কাপ ছিল বিলকুল ফাঁকে এবং পিরিচের সঙ্গে বাঁধা ছিল!
তবে ছেড়ে দেওয়ার মানুষ নন রবিনা। পাল্টা প্রতিশোধ নিয়েছিলেন তিনি। 'সা রে গা মা পা'-এর সেটে এই ঘটনা প্রসঙ্গে রবিনা আরও বলেন, 'সেই আমলে কোনও ভ্যানিটি ভ্য🤡ানের ব্যবস্থা থাকত না ত🎀ারকাদের। তাই বাথরুমে যাওয়ার হলে বেশ খানিকটা দূরে যেতে হতো। আমিরও একবার শ্যুটিংয়ের ফাঁকে হাঁটা দিয়েছিল সেইদিকে। এবারে তখন খারাপ আবহাওয়ার জন্য সেদিনের মতো শ্যুটিং বন্ধের নির্দেশ দিয়েছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী। স্বাভাবিকভাবেই তা শুনতে পায়নি আমির। এই সুযোগটাই কাজে লাগিয়েছিলাম। ছবির নৃত্য নির্দেশক সরোজ খান-কে দলে টেনে নিয়েছিলাম। জানিয়েছিলাম আমিরকে বেশ কঠিন একটি নাচের স্টেপ যেন অনুশীলন করতে বলেন তিনি। আর তাইই হয়েছিল। আর বেচার আমিরও এক মনে সেই দুরূহ নাচের স্টেপ আয়ত্ত করতে লগে গিয়েছিল। প্রায় আধ ঘন্টা কাটার পর গোটা ব্যাপারটা তাঁর বোধগম্য হয়েছিল। দেখেছিল সে একা একাই নাচের অনুশীলন করে চলেছে। দারুণ মজা পেয়েছিলাম। আজও যখন এই ঘটনা মনে পড়ে না হেসে পারি না।'