৭১তম মিস ইউনিভার্স হয়েছেন ২৭ বছরের মিস ইউএসএ আর'বনি গ্যাব্রিয়েল। আপাতত এই সুন্দরীর একাধিক ছবি-ভিডিয়ো ভাইরা𒀰ল সোশ্যাল মিডিয়ায়। ভারতের হয়ে এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছিলেন দিভিতা রাই। তবে শীর্ষ ১৬-তে জায়গা করে নিতে পারলেও মুকুট জিততে পারেননি। প্রথম এবং দ্বিতীয় রানার আপ ম𝔍িস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল এবং মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ।
প্রশ্নোত্তর রাউন্ডে আর'বনি গ্যাব্রিয়েলের জবাব মন কেড়ে নিয়েছিল সকলে বিচারকের। বিচারকরা গ্যাব্রিয়েলকে যে প্রশ্নগুলি করেছিꦛলেন তার মধ্যে একটি ছিল, ‘মিস ইউনিভার্সে এবছর সবচেয়ে বড় পরিবর্তন এতে বিবাহিত এবং মায়েরাও অংশ নিতে পারবেন। তুমি আর কী বদল আনতে চাও?’ জবাবে তিনি জানান, ‘আমি চাই যাতে বয়সের উর্দ্ধসীমা আরেকটু বাড়িয়ে দেওয়া হয়। আমার বয়স এখ♉ন ২৮, আর এটাই প্রতিযোগিতার উর্দ্ধসীমা। আমার প্রিয় কোট, ‘এখন যদি না হয়, তাহলে কখন?’ একজন মহিলা হিসেবে আমার বিশ্বাস বয়স আমাদের সংজ্ঞায়িত করতে পারে না। না এটা গতকাল ছিল, না এটা কাল হবে, না আজ। এখন সময় হল তুমি যা চাও তার পিছনে ছোটার।’ প্রসঙ্গত, এই জবাব আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দ্বিতীয় প্রশ্নটি ছিল, ‘তুমি যদি মিস ইউনিভার্স যেত তাহলে কীভাবে প্রমাণ করবে এটি একটি ক্ষমতায়ণ ও প্রগতিশীল সংগঠন’। যার জবাবে আর'বনি বলেন, ‘আমি একজন সমাজ পরিবর্তনকারী নেতা হতে চাই। ১৩ বছর ধরে আমি সেলাই-শিল্পের সঙ্গে যুক্ত, আমি একটি শক্তি হিসাবে ফ্যাশনকে ব্যবহার করি। দূষণ কমাতে আমি এক্ষেত্রে পুনর্ব্যববহার যোগ্য উপকরণকে কাজে লাগাই। মানব পাচার এবং গার্হস্থ্য হিংসে থেকে বেঁচে আসা মহিলাদের আমি সেলাইয়ের কাজ শেখাই। কারণ আমি বিশ্বাস করি অন্যের উপর, তোমার সম্প্রদায়ের উপর বিনিয়োগ করলে তবেই সমাজে বদল আসবে। আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গু🤡ণ রয়েছে। আর যখಞন সেটাকে অন্যের জীবনে বপন করি, তখনই পরিবর্তন আসে।’
আর'বনি গ্যাব্রিয়েল প্রথম ফিলিপিনো-আমেরিকান যিনি মিস ইউএসএ জিতেছেন। এশিয়ান আমেরিকানদের কণ্ঠস♑্বর হতে চান। ক্লোদিং লাইন R'Bonney Nola-এর সিইও তিনি। ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করছেন অনেক ছোট বয়স থেকে। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে শুধু রূপ নন, বুদ্ধ💝িমত্ত্বা দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন আমেরিকার এই কন্যা।
এই খব꧃রটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App🅷 ডাউনলোড করার লিঙ্ক