২০০৪ সালে মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়ারিকরের ছবি 'স্বদেশ'। যেটা কিনা ছবিতে শাহরুখ খানের অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত হয়। যেখানে নিজের সুপারস্টা🧜র ইমেজ ঝেড়ে ফেলে 'যেন পাশের বাড়ি ছেলে', এমন একটা চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। ছবিটি ফিল্ম সমালোচকদের কাছে প্রশংসাও পেয়েছিল। আর সেই 'স্বদেশ'-এ শাহরুখের নায়িকা হয়েছিলেন সেসময়ের নবাগতা অভিনেত্রী গায়েত্রী যোশী। মডেলিং দুনিয়া থেকে এসে 'স্বদেশ'-এর হাত ধরেই প্রথম অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন গায়েত্রী। পারমিতার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। তবে সেই প্রথম, সেই শেষ। স্বদেশের পর আর কোনও ছবিতে অভিনয় করেননি গায়েত্রী।
কিন্তু কেন বলিউড ছাড়েন গায়েত্রী যোশী?
মডেল হিসাবে বেশ কয়েক বছরের সাফল্যের পরে 'স্বদেশ' দিয়েই গায়েত্রী বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবিটি বক্স অফিসে সফল না হলেও প্রশংসিত হয়েছিল গায়েত্রীর অভিনয়। আর যেহেতু শাহরুখ খানের নায়িকা হয়ে তিনি বলিউডে পা রেখেছিলেন, তাই তাঁর জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির দরজা একপ্রকার খোলা ছিল। কিন্তু গায়েত্রী সেটা করেননি। ছবিটি মুক্তির মাত্র কয়েক সপ্তাহꦬ পরে, গায়েত্রী ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন গায়েত্রী। বিয়ের পর নিজের অভিনয় ক্যারিয়ারকে বিদায়ও জানান তিনি। আর তাই ‘স্বদেশ’ই ছিল তাঁর একমাত্র ছবি।
কে এই বিকাশ ওবেরয়?
গায়ত্রী যোশীর স্বামী বিকাশ ওবেরয় একজন ব্যবসায়ী। যিনি কিনা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েলটি ফার্ম ওবেরয় কনস্ট্রাকশনের নিয়ন্ত্রণ ও পরཧিচালনা করেন। গ্রোহে-হুরুনের দাবি বিকাশ ওবেরয় ভারতের অন্যতম ধনী ব্যক্তি। এদিকে আবার ফোর্বসের তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৬০০ কোটি ডলার (৫০ হাজার কোটি)। তিনি মুম্বইয়ের শহরতলিতে একটা ওয়েস্টিন হোটেলের মালিক এবং তিনি শহরের প্রথম রিটজ-কার্লটন হোটেল এবং বাসস্থান তৈরি করছেন। ফোর্বস স্পষ্ট করে দিয়েছে যে বিকাশ ওবেরয়-এর এই হোটেল চেইনের পিছনে তাঁর পরিবারের🤡 কোনও যোগ নেই।
এই ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ের পর গায়ত্রী যোশী বিনোদন দুনিয়া থেকে সরে যান। বর্তমানে মুম্বইতেই থাকেন এই দম্পতি। তাঁদের দুই ছেলেও রয🅺়েছে। তবে অভিনয় না করলেও গায়েত্রী তাঁর মডেলিং ও অভিনয় দুনিয়ার অনেকের সঙ্গেই এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন। গায়েত্রীকে প্রায়ই সোনালি বেন্দ্রে এবং হৃতিক রোশনের প্রাক্ত♒ন স্ত্রী সুজান খানের সঙ্গে দেখা যায়। যাঁদের দুজনকেই তিনি দুই দশকেরও বেশি সময় ধরে চেনেন।