ফের নক্ষত্র পতন বিনোদন দুনিয়ায়। প্রয়াত প্রবীণ মালায়লাম অভিনেত্রী কেপিএসি ললিতা (KPAC Lalitha)। বয়স হয়েছিল ৭৪ বছর। অসুস্থ হয়ে দীর্ঘদিন ভুগছিꩲলেন তিনি। ২২ ফেব্রুয়ারি রাতে ত𝄹্রিপুনিথুরায় নিজের ছেলের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মালায়লা🍸ম চলচ্চিত্র নির্মাতা ভারথানকে বিবাহ করেছিলেন কেপিএসি ললিতা। ১৯৯৮ সালে প্রয়াত ভারথান। গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন ললিতা।
বহুমুখী ♏প্রতিভার জন্য পরিচিত ছিলেন অভিনেত্রী। বিভিন্ন ধরনে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ললিতা তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন একজন থিয়েটার শিল্পী হিসেবে KPAC (কেরালা পিপলস আর্টস ক্লাব)-এর সঙ্গে। সেখানে তাঁর নাম দেওয়া হয় ললিতা। সেই থেকে তাঁর নামের আগে কেপিএসি বসে যায়। তিনি কেপিএসি ললিতা (KPAC Lalitha) নামেই খ্যাতি অর্জন করেন দর্শকমহলে।
১৯৬৯ সালে কে এস সেথুমাধবন পরিচালিত 'কুট্টুকুডুম্বাম' দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন ললিতা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে✤ছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বলেছেন, তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে বিভিন্ন প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। ললিতা কেরালা সঙ্গীত নাটক অ্য়াকাডেমির চেয়ারপার্সনও ছিলেন।