রেজাং লা যুদ্ধের ৬২তম বছর পার, অভিনেতা-পরিচালক ফারহান আখতার ১৯৬২ সালে ঘটে যাওয়া ভারত-চীন যুদ্ধের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে শহিদ ১২০ জন সা�🐟�হসী সৈনিককে শ্রদ্ধা জানিয়েছেন। ছবির নাম ১২০ বাহাদুর। সেই সিনেমায় নিজের লুকের প্রথম ঝলকও সামনে এনেছেন ফারহান।
ছবির পোস্টারে ফারহানকে ভারতীয় সেনাবাহিনীর 🍷উর্দিতে দেখা গিয়েছে। যিনি কিনা শত্রুর দিকে বন্দুক তাক করে রয়েছেন। তাঁর দাঁত রক্তমাখা। পোস্টারে লেখা ছিল, ‘ওহ তিন হাজার অউর হাম (ওরা তিন হাজার আর আমারা?)?’
ইনস্টাগ্রামে রে🥂জাংলা যুদ্ধ নিয়ে সিনেমা বানানো ফারহান লিখেছেন, ‘১৯৬২ সালের পর ৬২ বছর কেটে গিয়েছে। আজ আমরা রেজাং লা-র ১২০ জন বাহাদুর বীরের অতুলনীয় সাহস ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। মেজর শয়তান সিং এবং তাঁর সাহসী পুরুষদের বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি রইল, যাঁরা অনতিক্রম্য প্রতিকূলতার বিরুদ্ধে নিজের জন্মভূমির জন্য দৃঢ়ভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন।’
আরও পড়ুন-চেয়ারে বসে হঠাৎই কাঁপতে শুরু করলেন আবির,💫 প্রকাশ্যে আনলেন রানা, কী💫 আবার হল অভিনেতার?
আরও পড়ুন-বাংলাদেশে আটকে রয়𓆏েছে 'বহুরূপী' ও 'পুষ্পা-২'র মুক্তি, কিন্তু কেন?
তিনি আরও বলেন, 'তাঁদের গল্প সময়ের সঙ্গে সঙ্গে প্রতিধ্বনিত হয়। আর সেটা স্বাধীনতার মূল্য এবং ঐক্যের শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। আহির সম্প্রদায়কে বিশেষ স্যালুট জানাচ্ছি, যাঁদের ছেলেরা আমাদের জাতীকে রক্ষায় অতুলনীয় সাহসিকতা প্রদর্শন করেছিল। গত সেপ্টেম্বরে ফারহান ১২০ বাহাদুর ছবিটির কথা ঘোষণ✨া করেছিলেন। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের পটভূমিতে নির্মিত মিলিটারি অ্যাকশন ফিল্মটি রেজাংলার যুদ্ধ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হচ্ছে। যেখানে সেখানে সেনার উর্দি পরা আমাদের সৈনিকরা অতুলনীয় সাহস, বীরত্ব প্রদর্শন করেছিলেন। সেই যুদ্ধে তাঁরা জীবন আত্মত্যাগ করেন।
ছবিতে মেজর শয়তান সিং পিভিসি-র ভূমিকায় দেখা যাবে ফারহান আখতারকে। ইনস্টাগ্রামে ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন ফারহান। পোস্টারটি দেখা মিলেছে লাদাখের বরফে ঢাকা ভূখণ্ডে একটি পাথরের উপরে দাঁড়িয়ে থাকা একজন সৈনিকের, তিনিই সম্ভবত সেই যুদ্ধে নেতৃত্ব দেওয়া মেজর শয়তান🔴 সিং। এই ছবির পরিচালনা করছেন রজনীশ ঘাই, যিনি কিনা 'রাজি' ছবির পরিচালক ছিলেন। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘১২০ বাহাদুর’ ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালে।