রোগের নাম ‘বাইপোলার ডিসঅর্ডার’। দীর্ঘ ৬ বছর এই রোগের সঙ্গে লড়াই করেছেন পাঞ্জাবি র্যাপার হানি সিং। বহুবার নিজের এই সমস্যা নিয়ে খোলামেলা কথাও বলেছেন হা♏নি। এবার সরাসরি রিয়া চক্রবর্তীর নেও🅷য়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন হানি সিং।
রিয়া চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় উঠে আসা সাক্ষাৎকারের একটি প্রোমোতে দেখা যা༺চ্ছে, ‘বাইপোলার ডিসঅর্ডার- কতটা খারাপ রোগ, সেটা আমি ব্যাখ্যা করে উঠতে পারব না। আমি আজও মানসিক𒆙 রোগী।’ রিয়া বলেন, ‘আমি আপনার ডকুমেন্টরি দেখেছি, সেখানে আনন্দাশ্রু, আবার কষ্ট পেয়ে চোখে জল, সবকিছুই উঠে এসেছে, তবে সবথেকে বড় কথা এটা কাটিয়ে ওঠা।’ হানি সিং তখন রিয়ার সঙ্গে হাত মিলিয়ে বলেন, ‘দুই যোদ্ধা আজ মিলিত হয়েছেন।’
রিয়াকে বলতে শোনা যায়, ‘আমিꦬ এই বাইপোলার ডিসঅর্ডার- বিষয়টা খুব ভালো করে জানি। এই কথাবার্তাটা খুব জরুরী। মানুষকে বোঝাটা খুব কঠিন!’ হানি তখন বলেন, ‘ডাক্তাররাই বুঝতে পারেন না তাহলে আমরা কীভাবে বুঝব! এবিষয়ে ভালো চিকিৎসকের বড়ই অভাব। শেষপর্যন্ত ২০২১ সালে আমি সঠিক চিকিৎসককে খুঁজে পাই। যিনি সত্যিই একজন জাদুঘর।’
রিয়া হান༺ির উদ্দেশ্যে বলেন, ‘৬ বছর কাঠানো সত্য়িই কঠিন।' হানি তখন বলেম, ‘৬ বছর তো আ𓄧মার কাছে ৬০০ বছর মনে হত। দিনই কাটত না তখন! এই ৬ বছরের মধ্যে ৩ বছর এমন কেটেছে যে নিজেকে মনে হত মৃত।’
আরও পড়ুন-বাড়ির ছাদেই হল পিকনিক, কী ছিল মেনুতে? বন্ধুদের সঙܫ্গে জমিয়ে আড্ডা দিলেন তনুশ্রী
এদিকে রিয়া চক্রবর্তীর এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন তিনি যে বওাইপোলার ডিসঅর্ডার- বিষয়টা খুব ভালো করে জানেন বলেছেন, এটা কি তিনি প্রাক্তন সুশান্ত সিং রাজপুতের কথা বলতে চেয়েছেন?
প্রসঙ্গত ২০২০ সালের⛎ ১৪ জুন, বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। সেসময় সেই মৃত্যু নিয়ে কিছু কম জলঘোলা হয়নি। এই মৃত্যু আদপে আত্মহত্যা নাকি খুন, তানিয়ে আজও বিতর্ক রয়েছে। যদিও রিয়া চক্রবর্তী বারবার দাবি করে এসেছেন সুশান্ত ছিলেন বাইপোলার ডিসঅর্ডার-এ আক্রন্ত, অবসাদে ভুগছিলেন তিনি। যদিও অভিনেতার পরিবার বারবার রিয়ার দিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন। ঘটনায় উঠে এসেছিল মাদক যোগের কথাও। যে কারণে ১ মাস জেলেও কাটিয়েছেন রিয়া। তবে সেসব কাটিয়ে উঠে𝕴 আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন অভিনেত্রী। তবে আরও একবার রিয়ার কথোপকথনে উঠে এল সেই মানসিক ব্যাধির কথা।