খুন ও অন্তর্ধানের ঘটনা নিয়ে অতীত ও বর্তমানের সমান্তরালে এগিয়েছে 'কাবেরী অন্তর্ধান'। বড় পর্দায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি। 'বাবার অভিনয় এই ছবিতে দেখে আমি বাকরুদ্ধ। বাবাকে দেখে আবার শিখলাম, কীভাবে একটা ‘চরিত্র’ হয় উঠতে হয়', ছবি দেখে দরাজ হাতে নিজের 🍎অভিজ্ঞতার কথা লিখলেন অভিনেতা ঋদ্ধি সেন।
নকশাল আন্দোলনের পরবর্তী সময়, ১৯৭৫-এ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরী অবস্থা ঘোষণা করেন। সেই প্রেক্ষাপটেই ছবির শুরু, সেখান থেকে অন্য একটা গল্পে প্রবেশ, যার নাম 'কাবেরী অন্তর্ধান'। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কৌশিক সেন, পূরব শীল আচার্য সহ অন্যান্যরা। আরও পড়ুন: দুটি বড় কেক কেটেছেন মাসাবা-সত্যদীপ, মেয়ের বিয়ের পার্টিতে আবেগঘন ভিভ-নীনা
'কাবেরী অন্তর্ধান' দেখার পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেতা ঋদ্ধি সেন। সেখানে তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে লেখেন, ‘শূন্য এ বুকে, c/o sir , শব্দ, অপুর পাঁচালী, সিনেমাওয়ালা, ছোটদের ছবি, বিসর্জন, নগরকীর্তন, লক্ষ্মীছেলে তারপর কাবেরী অন্তর্ধান, কী করে একজন পরিচালক এতগুলো ভিন্ন ধারার ছবির ভাষা তৈরি করতে পারে অনায়াসে? পর পর ছবিগুলো দেখলে সবাই অবাক হয়ে যাবেন যে এই সবকটা ছবি কৌশিক গঙ্গোপাধ্যায়ের বানানো। আবার এটা বুঝতে কোনও অসুবিধেই হবেনাꦇ যে এই ছবিগুলো কৌশিক গঙ𓄧্গোপাধ্যায়েরই বানানো। তিনি এই মুহূর্তে দেশের সবচেয়ে মৌলিক এবং বহুমুখী পরিচালকদের মধ্যে একজন’।
জাতীয়পুরস্কার জয়ী অভিনেতা আরও লেখেন, ‘এই ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ♎অভিনয় একটা অভিনয়ের ক্লাসের মতো। এরকম চরিত্রে তাঁকে আগে কখনও দেখিনি। তাঁকে যত দেখি তত অবাক হই। এই ছবিতে শেষের দিকে তাঁর অভিনয় দেখে হা🍸ত পা ঠান্ডা হয়ে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার নিজেকে অতিক্রম করে গিয়েছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভীষণ সৎ একটা পারফরম্যান্স, খুব ভালো লাগলো তাঁর অভিনয়’।
তবে এখানেই থেমে থাকেননি অভিনেতা। শেষে যোগ করেছেন, ‘আমার কাছে এই ছবির ‘ম্যান অফ দ্য ম্যাচ’ কৌশিক ‘স🗹েন’ আর ‘গঙ্গোপাধ্যায়’। বাবার অভিনয় এই ছবিতে দেখে আমি বাকরুদ্ধ। বাবাকে দেখে আবার শিখলাম কীভাবে একটা ‘চরিত্র’ হয় উঠতে হয়। এই ছবিতে এঁদের দুজনের অভিনয় মনে থেকে যাবে বহুদিন। দেখে আসুন কাবেরী অন্তর্ধান রহস্য। অদ্ভুত এক অনুভূতি নিয়ে বেরোবেন প্রেক্ষাগৃহ থেকে যা সহজে হয় না’।