বলিউডের অন্যতম সেরা💖 অভিনেতা ছিলেন প্রয়াত ঋষি কাপুর। শেষ বয়সে ক্যানসারে ভুগে মারা যান অভিনেতা। সদ্য এক সাক্ষাৎকারে ঋষি-কন্যা ঋদ্ধিমা কাপুর সাহনি এবং জামাই ভরত সাহনি অভিনেতার সবচেয়ে কঠিন সময়ের কথা বলেছেন।
ঋষি কাপুর সম্পর্কে ঋদ্ধিমা-ভরত
গালাটা প্লাস🍨ের সঙ্গে কথা বলতে গিয়ে, ঋদ্ধিমা এবং ভরত ঋষি কাপুরের শেষ দিনগুলির কথা স্মরণ করেছেন। ঋষি কাপুর সম্পর্কে কথা বলতে গিয়ে, ঋদ্ধিমার স্বামী ভারত সাহনি জানিয়েছেন, কিংবদন্তি অভিনেতা শেষ দিনগুলিতেও শুধুমাত্র ক্যামেরার মুখোমুখি হতে এবং সিনেমা করতে চেয়েছিলেন। এমনকি যখন তিনি নিউইয়র্কে হাসপাতালে ছিলেন, তখনও তাঁর মাথায় শুধু সিনেমা নিয়েই চলত। প্রায়শই নাকি প্রশ্ন করতেন, তিনি আবার সিনেমা করতে পারবেন কিনা বা লোকেরা তাঁকে তাঁদের ছবিতে কাস্ট করবে কিনা। তিনি যে ছবিগুলো শুরু করেছিলেন সেগুলো শেষ করতে🌱 পারবেন কিনা তা নিয়েও চিন্তিত ছিলেন।
আরও পড়ুন: ক্ষ෴য়ে গিয়েছিল নিতম্বের হাড়, এরপরই বানান ৬ প্যাক অ্যাবস, ফিটনেস জা♉র্নি কেমন ছিল লেখক ওয়ারিকুর
ঋষির শেষ ছবি ‘শর্মাজি নমকিন’
ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নমকিন’-এর শ্যুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করে ঋদ্ধিমা জানিয়েছেন, যখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন, তিনি ব্যঙ্গ করে অꦜনেক কথা বলেছেন। পুরো পরিবার চেয়েছিল তিনি আরাম করুক, তবে সেই সময় তিনি দিল্লিতে শ্যুটিং করেছেন এবং রাস্তার খাবার উপভোগ করেছেন।
আরও পড়ুন: ‘মা’ হিসেবে ইতি🤡হাস গড়লেন, বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন বাঁধন
লকডাউনের কারণে ঋদ্ধিমা বাবার সঙ্গে দেখা করতে পারেননি
ঋদ্ধিমা সাহনি আরও বলেছেন, বাবা যখন মারা যান তখন তিনি দিল্লিতে ছিলেন এবং শেষ মুহূর্তে বাবার সঙ্গে থাকতে পারেননি। লকডাউনের কারণে তাকে ভ্রমণের জন্যও বিশেষ অনুমতি নিতে হয়ে൲ছে। অন্ত্যেষ্টিক্রিয়ার পরেই তিনি এসেছিলেন। তিনি ফেসটাইমের মাধ্যমে মৃত্যুর বিষয়ে অবহিত হওয়ার কথা স্মরণ করেন।
মৃত্যুর দু'দিন আগে মেয়েকে ফোন করেছিলেন
আবেগময় মুহূর্তের কথা জানিয়ে ঋদ্ধিমা বলেছেন, মৃত্যুর দুদিন আগে তাঁকে ফোন করেছিলেন তাঁর বাবা। কিন্তু তিনি ফোনটা ধরতে পারেননি। তাঁর কথায়, ‘বাবা আমাকে একটা মিসড কল দিয়েছিল, সেটা এখনও আমার ফোনে আছে। এটাই ছিল আমার কাছে তাঁর শেষ মিসড কল এবং আমি ভেবেছিলাম… আমি যদি সেই ফোনটা ধরতাম। এরপর আর তিনি কোনও কথা বলতে পারেননি। কারণ তিনি হাসপাতালে ছিলেন এবং আমি এখনও সেই মিস কলটি সংরক্ষণ করে রেখেছি। আমি একটি স্ক্রিনশট নিয়েছিলাম এভাব🍸েই সেই মিস-কলটা রয়ে গিয়েছে। কারণ ওটাই শেষবার আমার সঙ্গে কথা বলার জন্য আমাকে ফোন করেছিল। পরে তাঁকে ফোন করি কিন্তু তিনি আর কথা বলতে পারেননি’।