রংয়ের উৎসবে আরও রঙিন হয়ে ওঠে পরিচিত ও কাছের মানুষদের সঙ্গে থাকলে। রং খেলে, খাওয়া-দাওয়া করে দিনটা হয়ে ওঠে🍃 সুন্দর। তেমনি এ বছর চেনা পরিচিত বৃত্তের মধ্যে রং খেলে ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এবার তাঁর হোলি উদযাপন দেখার মতো। জাভেদ আখতারের বাড়ির হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী⭕। রং খেলার ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
বলিউডের হোলি পার্টির মধ্যে বরাবরই জাভেদ আখতার ও শাবানা আজমি জমজমাট পার্টি হয় চাঁদের হাট। রঙের উৎসবের সেই ছবি মুগ্ধ করে সকলকে। এ বছর জাভেদ-শাবানার হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মাথায় পাগড়ি বেঁধে এই রঙিন উৎসবে মেতে উঠতে দেখা গেল জাভেদ আখতারকে। তাঁর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন ঋতাভরী। অভিনেত্রীর দেখা মিলেছে একেবারে রঙিন মেজাজে। চিত্রাঙ্গদাও যোগ দিয়েছিলেন এই পার্টিতে। দুই বোনই চুটিয়ে হুল্লোড় করেছেন। আরও পড়ুন: এ বছর ভারতে হোলি খেললেন নিক🌄-প্রিয়াঙ্কা, পুল পার্টিতে꧑ যোগ দিলেন মান্নারাও! ফাঁস ছবি