সেমিℱফাইনাল ম্যাচটি ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনালে ক্রিকেট এবং ফুটবলের কিংবদন্তিরা হাজির ছিলেন মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এ দিন ডেভিড বেকহ্যাম এবং সচিন তেন্ডুলকর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
কিন্তু রোহিত শর্মার মেয়ে ব্রিটিশ ফুটবল কিংবদন্তির কাছ থেকে একটি জার্সি উপহার হিসেবে পেয়ে আরও বেশি উচ্ছ্বসিত। এটিকে আরও বিশেষ কারণ, রোহিত শর্মার মেয়েকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি এবং পিছনে আইকনিক নম্বর ১০ লেখা জার্সি উপহার দিয়েছেন ডেভিড বেকহ্যাম। খুদের জার্সি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রীতিকা সাজদেহ ডেভিড বেকহামকে ট্যাগ করেছেন এবং মেসি ভক্তকে জার্সি দিয়ে খুশি করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আসলে মেসির বিরাট বড় ফ্য়ান রোহিত-কন্যা। আরও পড়ুন: বিগ বসের ঘরে ঘনিষ্ঠ 𝔍ইশা-সমর্থ, ‘ওরা ভুল শোয়ে চল🐻ে এসেছে’, মন্তব্য নেটিজেনদের
উল্লেখ্য, এ দিন ম্যাচের শেষে সাক্ষাৎ হয় দুই তারকা ডেভিড বেকহ্যাম ও ভারত অধিনায়ক রোহিত শর্মার। রোহিত শর্মার স❀ঙ্গে জ💦ার্সিবদল করেন ডেভিড বেকহ্য়াম। ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম পরেছিলেন রোহিতের ৪৫ নম্বর লেখা টিম ইন্ডিয়ার জার্সি। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা পরেছিলেন রিয়াল মাদ্রিদে খেলার সময়ে বেকহ্যামের ২৩ নম্বর জার্সি। কিংবদন্তি ফুটবলার নিজেই সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বেকহ্যাম ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সঙ্গে দেখা হয়ে দারুণ লাগছে। ফাইনালে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা।’ ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত রিয়াল মা♏দ্রিদে ছিলেন বেকহ্যাম। প্রাক্তন ফুটবলার তাঁর সময়ের রিয়ালের সেই জার্সি তুলে দিয়েছেন রো🍌হিত শর্মাকে। ওয়াংখেড়েতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বেকহ্যাম।
বিশ্বকাপের সৌ𝕴জন্য়ে এই প্রথমে ভারতে পা রেখেছে🗹ন ফুটবল তারকা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এসেছিলেন ইউনিসেফের গুডউইল অ্য়াম্বাসেডর হয়ে। ডেভিড বেকহ্যামকে মাঠ চেনানো ও ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল সচিন তেন্ডুলকরের উপর। মাত্র তিন দিনের ভারত সফরে এসেছিলেন। শুক্রবার ফিরে গিয়েছেন নিজের দেশে।
শুক্রবার তিলোত্তমᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚা ছাড়ার আগে আগেই শাহরুখের বাড়িতে পার্টি করেছেন। ফুটবল তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে মন্নতে। এমনকি সোনম কাপুর এবং আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়াতেও আমন্ত্রিত ছিলেন তিনি। বাড়িতে ফিরে ইনস্টাগ্রামে দুই অভিনেতার বাড়িতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে একটি নোট লিখেছেন বেকহ্যাম। এমনকী সোনমের বাড়িতে যাওয়ার আ💯গে একসঙ্গে বসে সেমি ফাইনালের ম্যাচও দেখেন ডেভিড, সোনম আর আনন্দ।