আরজিকর কাণ্ডের প্রতিবাদে শাঁখ বাজিয়ে তীব্র ট্রোলের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তারপর ৪ সেপ্টেম্বর আরজি করের প্রতিবাদে শ্যামবাজারের কর্মসূচিতে যোগ দিয়ে হেনস্থার মুখে পড়েন অভিনেত্রী। সেসময় হেনস্থার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকেই। এমনকি ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী নিজেও। তবে সেই সব বিতর্কই এখন অতীত। আসানসোলের কার্নিভালের পর এবার কলাকাতাতেও দুর্গাপুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাও আবার শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে। 'আমার আড়ালে আমার আবডালে অঞ্⛄চলী লহ পলে পলে' গানের সঙ্গে নাচতে দেখা গেল ঋতুপর্ণাকে।
কলকাতা পুলিশের বডিগার্ড লাইন পুজো কমিটির হয়ে ঋতুপর্ণা ও তাঁর নাচের দলকে এদিন পুজো কার্নিভালে নাচতে দেখা গেল। সেসময় তাঁর মাথার চুল বাঁধা ছিল জুঁই ফুলের মালায় বাঁধা, পরনে হলুদ শাড়ি, বেগুনি ব্লাউজ, আর ভারি গয়নায় সেজে নাচলেন ঋতুপর্ণা। আবার ঋতুপর্ণꦿা যখন রেড রোডের রাস্তায় নাচছেন, ঠিক তখন🐷ই মঞ্চে সেই গানের তালেই রচনা, নুসরত,জুন, সায়নীদের হাত ধরে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-কꦫার্নিভালের মঞ্চে রচনা-জুন-নুসরতদের হাত ধরে নাচলেন মুখ্যমন্ত্রী, ছিলেন আর কার��া?
এদিন নৃত্য পরিবেশনার শেষে মঞ্চে উঠে মুখ্য়মন্🐭ত্রীর সঙ্গে দেখাও করেন অভিনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যাಌয় তাঁকে।