পর্দায় এবার ঋত্বিক চক্রবর্তী এবং ব✨িক্রম চট্টোপাধ্যায়ের দ্বৈরত! তাও এক পতিতার খুনকে কেন্দ্র করে। কিন্তু কেন কী ঘটেছে? না, না ঘাবড়াবেন না। যা ঘটবে সবটাই পর্দায়। অভিরূপ ঘোষ পরিচালিত ছবিতে দেখা যাবে উক্ত দুই অভিনেতাকে। সঙ্গে থাকবেন অনির্বাণ চক্রবর্তী এবং বধূয়া ধারাবাহিক খ্যাত রেজওয়ান রব্বানি শেখ। চার অভিনেতাকে দেখা যাবে পুলিশের চরিত্রে।
কী জানা গেল ঋত্বিক এবং বিক্রমের নতুন ছবির বিষয়ে?
অভিরূপ ঘোষ পরিচালিত এই ছবিটির নাম মৃগয়া𓂃। গল্পে উঠে আসবে ২০২২ সালে কলকাতার সোনাগাছি এলাকার এক পতিতার খুনের কথা। ফলে বাস্তব ঘটনাকে অব♈লম্বন করে যে এই ছবিটি তৈরি হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। পতিতার খুনের পর কোনও প্রমাণ পাওয়া যায় না, না ছিল সিসিটিভি ফুটেজ না কোনও সাক্ষী। তবুও স্থানীয় থানার ওসির চেষ্টায় কীভাবে অপরাধী গ্রেফতার হয়, মৃতা ন্যায় বিচার পায় সেটাই ছবিতে উঠে আসবে।
বিক্রমকে দেখা যাবে ইন্সপেক্টরের চরিত্রে। তাঁর দৃষ্টিভঙ্গি দিয়েই গল্প বলা হবেℱ। বিক্রমের চরিত্রটির পর্যবেক্ষণ ক্ষমতা মারাত্মক দেখানো হবে। শার্লক হোমসের কায়দায় সেই মিস্ট্রি সলভ করে। অন্যদিকে ঋত্বিক চক্রবর্তী যাকেও কিনা পুলিশের চরিত্রে দেখা যাবে সে গল্প করতে করতে কেস সলভ করে। এই দুই চরিত্রের দ্বন্দ্ব গল্পের অন্যতম মূল বিষয়, যাকে কেন্দ্র করে ছবিটি এগোবে।
মৃগয়ায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকেও। সৌমিত দেব এবং অরিত্র বন্দ্যোপাধ্যায় এই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালকের সঙ্গে। বাস্তবের নায়ক অর্থাৎ বর্তমানের মানিকতলা থানার ওসিও চিত্রনাট্য লিখতে বেশ সাহায্য করেছে বলেই জানা গিয়েছে m তবে ছবিতে যে গুরুত্বপূর্ণ নারী চরিত্র আছඣে সেটা এখনও ফাইনাল হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই ছবির শ্য🌜ুটিং শুরু হবে। কলকাতা এবং ঝাড়খণ্ডে শ্যুটিং হবে বলেই জানা গিয়েছে।