🍒 ২৭ অগস্ট মঙ্গলবার নবান্ন অভিযান। এখবর বহু আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যদিও আবার কিছু লোকজন আম জনতাকে সতর্ক করেছিলেন, রাজনৈতিক ফাঁদে না পড়তে। তবে আজ মঙ্গবার রাস্তায় নেমে পড়লেন অনেকেই। চারিদিক থেকে বিক্ষোভের ছবি সামনে আসতে থাকে। ব্যরিকেড ভেঙে এগিয়ে যেতে দেখা যায় জনস্রোতকে, কোথাও জল কামান, কোথাও কাঁদানে গ্যাস, তবু মানুষ পিছু হটতে নারাজ, ঠিক তখনই ইঙ্গিতবাহী পোস্ট দিলেন ঋত্বিক চক্রবর্তী।
ঠিক কী লিখেছেন ঋত্বিক?
🍷অভিনেতা লেখেন, ‘যখন গুরুত্বপূর্ণ বিষয়কে খেলা হবে বলে খেলো করা হচ্ছিল, তখন করতালি দিয়েছিলে তো? বেশ! এবার একটু ছেলেখেলা দেখে নাও।’
𝓰প্রসঙ্গত, ২০২১-এ বিধানসভা নির্বাচনের সময় থেকে 'খেলা হবে' স্লোগান তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বহু নেতা মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল এই স্লোগান। আর তখন হাততালি দিয়েছিলেন একশ্রেণির মানুষ। এবার তাই বেশ বোঝা যাচ্ছে সাধরণ মানুষের উদ্দেশ্যেই কিছুটা খোঁচা দিয়ে এই পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তী। যদিও নিজের পোস্টে সরাসরি কাউকে আক্রমণ করেননি ঋত্বিক। তবে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন।
♍তবে ঋত্বিক চক্রবর্তীর এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘এই খেলা নির্যাতিত র খেলা। এই খেলা অন্যায়ের বিরুদ্ধে নায় র খেলা। এই খেলা অধিকার বুঝে নেওয়ার খেলা।’ কারোর কথায়, ‘আজ শাসকের চোখে মুখ ভয়, আমরা করবই জয়’। কারোর কথায়, ‘ক্ষমতা থাকলে মানুষ ভাবতে থাকে, আমি যা করব, সেটাই সকলকে মানতে হবে। তখন তার এতটাই দম্ভ থাকে, যে ভুলে যায়, বিপরীত পক্ষ জেগে উঠলে ভিত নাড়িয়ে দিতে পারে। তাই এই ছেলেখেলা জারি থাক।’
🐽কারোর মন্তব্য, ‘Ritwick Chakraborty Sir .... আমরা সাধারণ মানুষেরা পরিবর্তন চেয়েছিলাম কিন্তু সুপরিবর্তন চাই এটা তো তখন আমরা বলিনি ...তাই .... থেকে পরিবর্তন অবশ্যই আমরা অনুভব করছি কিন্তু সেটা সু না হয়ে .....হয়ে গেছে একটু মানিয়ে গুছিয়ে চলতেই হবে আমাদের কি আর করা যাবে বলুন !! সত্যিকারের ভোট হতে দেওয়া হচ্ছে না যদি হতো উনি সঠিক আবহাওয়া ত বুঝে যেতেন।’ কেউ আবার শুধুই লিখেছেন, ‘এবার খেলা হোক…’।