নাম না করে সোজাসুজি আক্রমণ শানালেন ঋত্বিক চক্রবর্তী। তিনি আবার হাজির হয়েছেন তাঁর কথা বলা পুতুল নিয়ে। কিন্꧒তু এবার তাঁর পুতুল🐼 যে বিষয় নিয়ে কথা বলেছে সেটা সত্যি সত্যি হাতের বাইরে চলে গিয়েছে। কী বলেছে সেই পুতুল! ‘বদ্দা’কে করা তার এবারের প্রশ্ন হল ‘মওকা’ থুড়ি ‘মোখা’কে নিয়ে!
ঋত্বিক চক্রবর্তী বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ফেসবুকের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি একটি নীল রঙের টিশার্ট এবং লাল টুপি পরജে বসে আছেন আর তার হাতে সেই পুতুল।
পুতুলের এবারের টপিক আসন্ন ঝড় মোখা। যদ🎉িও এবারের ঝড়ের গন্তব্য বাংলাদেশ মায়ানমার বর্ডার। তবুও পশ্চিমবঙꦅ্গ তৈরি আছে এই ঝড়ের মোকাবিলা করতে। আর সেটা নিয়েই তির্যক মন্তব্য করল ঋত্বিকের পুতুল।
🍨ভিডিয়োর শুরুতে পুতুলটিকে বলতে শোনা যায় 'নাম কারা দেয় বদ্দা?' অভিনেতা তাকে যখন জিজ্ঞেস করেন এর মানে? তখন সে বলে, 'শুনেছ তো একটা ঝড় আসছে। আর সেই ঝড়ের নাম একটা রাজনৈতিক দল দিয়েছে মওকা।' অভিনেতা যতই তাঁকে বোঝান ওটা মওকা নয়, মোখা সে তত তর্ক করতে থাকে। তার কথায় কথায় বলে, 'কিন্তু মওকা বুঝে ত্রাণের মাল, ত্রিপল এগুলো অর্জন তো করতে পারবে।' অভিনেতা তাঁর মুখ চেপে ধরলে সে আরও ক্ষেপে গিয়ে বলে 'কিছুদিন আগে একজন নেতা কাউকে না বলে দিল্লি চলে গিয়েছিল জানো তো? আমি সেই ঘটনার নাম দিয়েছি একটা। নব বনে মুকুল।' অভিনেতা ফের তাকে থ♏ামালে সে বলে 'না বোঝার ভান করে সেফ থাকছ বুঝি?'
অভিনেতা এবং তাঁর পুতুলের কথোপকথনে কারও বুঝতে অসুবিধা হয়নি ইঙ্গিত কার ꧟বা কাদের দিকে। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখে🐷ন 'হাতের বাইরে হাতের পুতুল!'
অনেকেই তাঁর এই পোস্টে মজা পেয়েছেন। কেউ কেউ আবার তাঁকে বাহবা দিয়েছেন এভাবে অকপটে একটি রাজনৈতিক দলের তুলোধনা করার জন্য এক ব্যক্তি লেখেন, 'অসাধারণ। সেলাম আপনাকে, শিরদাঁড়া নিয়ে অনেকে কবিতা লেখে। শিরদাঁড়ার সমার্থক শব্দ- ঋত্বিক চক্রবর্তী।'🌊 আরেকজন লেখেন, 'ওরে না, মাঝে মাঝে চাবুকটা যখন চলে আওয়াজটা কিন্তু মারাত্মক হয়।' অন্য এক ব্যক্তির মতে, ‘এসব নতুন ধরনের শুভনন্দনের ব্যাপার। ’