সদ্যই আইনি বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তাঁদের বিয়ে🅘র পর কম জল ঘোলা হয়নি। চলেছে বিস্তর কাটাছেঁড়া। একাধিক টলি তারকারাও এই বিষয়ে মুখ খুলেছেন। অবশেষে এই প্রসঙ্গে নাম না করে একটি তির্যক পোস্ট লিখলেন ঋত্বিক চক্রবর্তী।
পরম-পিয়াকে নিয়ে কী লিখলেন ঋত্বিক?
এদিন ঋত্বিক চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়ায় কারও নাম না করে একটি পোস্ট করেন। তবে সেই পোস্টটি যে পরমব্রত এবং পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে সেটা কারও বুঝতে বাকি নেই। পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া কয়েকদিন দারুণ উত্তাল ছিল। পিয়া চক্রবর্তী এবং অনুপম রায়ের যখন ২০২১ সালে বি🃏চ্ছেদ হয় তখনই শোনা গিয়েছিল যে পরমব্রতর সঙ্গে বিশেষ সম্পর্ক হওয়ায় তাঁদের ছয় বছরের বৈবাহিক সম্পর্ক ভাঙল। যদিও সেটা তাঁরা কেউই স্বীকার করেননি। এবার তাঁরা বিয়ে করায় সেই প্রসঙ্গ উসকে গিয়েছে। অনেকেই পিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দ্বিতীয়বার বিয়ে করার জন্য। কেউ আবার পরমব্রতর একাধিক সম্পর্কের জন্যও নানা মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই সব কিছুর বিরুদ্ধে মুখ খুললেন ঋত্বিক।
আরও পড়ুন:
আরও পড়ুন: শেষপর্যন্ত কিনা করণ জোহরের ঠোঁট ফোলানো পোজের ফ্যানপেজ! ভক্তদের কাণ্ডে হেসে খুন পরিচালক
এদিন পরম এবং পিয়াকে সমর্থন করে ট্রোলারদের এক হাত নিলেন ঋত্বিক। তিনি এদিন লেখেন, 'আজকাল এই গল্পটা খুব মনে পড়ছে। এক নেটিজেন রগড় হবে ভেবে মোল্লা নাসিরুদ্দিনকে বলল, মোল্লা সাহেব আপানার সেই পরিচিত বাড়িতে তো বিরাট অনুষ্ঠান হচ্ছে,বড় ভোজের আসর বসেছে। পোলাও কালিয়া রান্না হবে। নাসিরুদ্দিন - তাতে আমার ﷽কী? নেটিজেন - শুনলাম আপনারও নিমন্ত্রণ আছে।নাসিরুদ্দিন - তাতে তোমার কী?♎' অর্থাৎ যে বিয়ের সঙ্গে নেট নাগরিকদের কোনও সম্পর্ক নেই, সেটা নিয়ে তাঁরা কেন এট কাটাছেঁড়া করছেন সেটাই প্রকারান্তরে জানত চান ঋত্বিক।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে নিজেদের নানা মতামত জানিয়েছেন। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য লেখেন, 'বিউটিফুল।' এক ব্যক্তি লেখেন, 'পর-নিন্দা, পর-চর্চা নেটি-বাঙালি-জেনের জীবনের যে পরম- ব্রত।' কেউ আবার ঋত্বিককে প্রশ্ন করে লেখেন, 'দেখবেন, আপনার আবার কোন প্রিয় বন্ধু নেই তো ? খুব বেশি এন্ট্রি দেবেন না, আশℱেপাশে ঘটে যাওয়া ঘটনা থেকেই আমরা শিক্ষা নিই (অথবা নিই না) কি🐷না।'