ꦜ এমটিভি তথা বলিউডের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘রোডিজ’। দেখতে দেখতে এই শোয়ের ১৯ নম্বর সিজন শুরু হয়ে গেল। আর শুধু শুরু নয়, রীতিমত চমক দিয়ে শুরু হল। বহু প্রতিযোগীরা ইতিমধ্যেই এই সিজনের জন্য অডিশন দিতে শুরু করে দিয়েছেন। এবারের টিম লিডার হিসেবে আছেন রিয়া চক্রবর্তী, অর্থাৎ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা সহ প্রিন্স নারুলা, গৌতম গুলাটি। তবে চমক এখানে নয়। এই শোয়ের এবারের চমক হল এটির সঞ্চালক। সোনু সুদকে দেখা যাচ্ছে এই শোয়ের সঞ্চালনা করতে। তবে তার সঙ্গেই একটা বড়সড় চমক দিল এই শোয়ের সম্প্রচারিত হওয়া শেষ পর্বটি। এখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ অডিশন দিতে আসছেন। তবে নজর কাড়লেন শেষ পর্বের এক প্রতিযোগী, তিনি রোডিজের এত বছরের সিজনের প্রথম রূপান্তরকামী নারী প্রতিযোগী হিসেবে এই শোতে যোগ দিলেন।
꧃এই প্রথমবারের জন্য রোডিজ সমস্ত সামাজিক বাঁধা, ট্যাবু, ইত্যাদিকে সরিয়ে তৃতীয় জেন্ডার তথা রূপান্তরকামী এক নারীকে নিজের প্রতিযোগী হিসেবে বেছে নিল। অডিশনের সময় নীরজা তাঁর গুণ, ডেডিকেশন দিয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল।
꧂এই শোতে তিনি সবাইকে জানান যে হরিয়ানায় এখন লোকজন এই বিষয়ে সচেতন নয়, সেখানে শিক্ষার হার এবং মান দুই খারাপ। সেখানে উন্নতির কোনও সুযোগ নেই। ভারতের এই রাজ্যে রূপান্তরকামীদের ভিখারির সঙ্গে তুলনা করা হয় বলেও জানান তিনি। নীরজার লক্ষ্য তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে রূপান্তরকামীদের নিয়ে সচেতনতা ছড়াতে চান। অফলাইনে এই শোয়ের সমস্ত অডিশন দিয়ে, এবং সফল ভাবে পার করে তিনি এই শোয়ের জন্য নির্বাচিত হয়েছেন প্রতিযোগী হিসেবে।
💫প্রসঙ্গত, নীরজার আরও একটি পরিচয় আছে। তিনি পেশায় একজন মডেল। ২০ -এর কোঠায় থাকা এই রূপান্তরকামী মহিলা সমস্ত সামাজিক, মানসিক বাঁধা, বিপত্তি, যন্ত্রণাকে অতিক্রম করে নিজের মনের কথা শুনে নিজের শরীরে, জীবনে পরিবর্তন এনেছেন। এবার লক্ষ্য সমাজ বদলানো।
ꦬতবে কেবল নীরজা নন। এবারের প্রতিযোগিতায় অন্য আরেক বিশেষ প্রতিযোগী হলেন শুভম চৌধুরি। গাজিয়াবাদের এই মডেলের কানে শোনা এবং কথা বলার সমস্যা আছে। কিন্তু সেসবকে উপেক্ষা করে তিনি তাঁর লক্ষ্যে এগিয়ে চলেছেন।
ꦐরোডিজ ১৯ প্রতি শনিবার করে এমটিভিতে সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হয়।