এসে গেল ২০২৩ সালের বহু প্রতিক্ষীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার🦹। করণ জোহর সেই ২০১৬ সালে শেষ পরিচালনা করেছিলেন ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। দীর্ঘ সাত💮 বছর পর ফিরলেন পরিচালকের কুর্সিতে রণবীর সিং আর আলিয়া ভাটকে নিয়ে।
৪ জুলাই মঙ্গলবার প্রকাশ্য এল ছবির ট্রেলার। করণ জোহর, রণবীর, আলিয়া তিনজনেই ট্রেলারটি শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। টিপিক্যাল বলিউডি সিনেমার ছাপ রয়েছে রকি অউর রানি কি প্রেম কাহানির ট্রেলারে। পরতে পরতে হাই ভোল্টেজ ড্রামা, হাসি, নাচ-গান, মুখ হাঁ করানো সেট বুঝিয়ে দিল💃 করণ ফিরেছেন একেবারে স্বমহিমায়। ও হ্যাঁ, রণবীর সিং আর আলিয়া ভাটের একটা লিপলক আছে। তাই ট্রেলারটা পুরো দেখতেই হবে আপনাকে।
রমকম ঘরনার এই সিনেমা রকি আর রানি-র প্রেমের গল্প দুই ভিন্নধারার মানুষের প🧸্রেম নিয়ে। রকি আর রানি শুধু স্বভাবে নয়, পারিবারিক দিক, পড়াশোনা, বুদ্ধি 💛সব দিক দিয়ে একেঅপরের থেকে আলাদা।
রকি রান্ধাওয়ার প্রেমে হাবুড𓆉ুবু খাচ্ছে রানি। কিন্তু খাঁটি বাঙালি বাড়িতে কি আদৌ মানিয়ে নিতে পারবে পঞ্জাবি রকি। ব্যস আর কি, রানির বুদ্ধিতে শুরু হয়ে গেল ফ্যামিলি সুইচিং। 🎃অর্থাৎ বাঙালি পরিবারের গিয়ে তিন মাস থাকবে পঞ্জাবি রকি। আর পঞ্জাবি বাড়িতে গিয়ে তিন মাস থাকবে বাঙালি রানি।
এদিকে, প্রথম দিনেই কেলো। রবীন্দ্রনাথকেও চিনতে পারে না রকি। আর ওদিকে রান্ধাওয়া ম্যানসনেও রানিকে তাড়ানোর জন্য শুরু হয় রাজনীতি। ঠিক তখনই আলিয়া খাঁটি বাংলায় বলে ওঠেন, ‘খেলা হবে’। এটা ꦚবাঙালি দর্শকদর কাছে নিসন্দেহে ট্রে♒লারের টার্নিং পয়েন্ট। বাঙালি অ্যাঙ্গেল থাকা মানে ছবিতে বাঙালি শিল্পীরাও থাকবেন। ট্রেলারে দেখা মিলল চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীদের। যারা রানি অর্থাৎ আলিয়ার পরিবারের সদস্য। আর এদিকে, রকির পরিবারের সদস্য হিসেবে দেখানো হয়েছে জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্রদের।
অর্থাৎ, ট্রেলার দেখতে বসে খানিকটা আপনি টু স্টেটসেরও ছাপ পাবেন। তবে বলিউডি ছবিতে এসবে অভ্যস্ত দর্শক। হাই ভোল্টেজ ড🔯্রামা থাকলে আর কী চাই! তখন গল্পের পল্ট খানিক মিলে গেলেও বিরক্তি আসে না। অন্তত চমকটা থাকতে হবে খাঁটি, গান হতে এমন যা আপনাকে সিনেমা হলে নাচিয়ে ছাড়বে, সেট হতে হবে একেবারে ঝকঝকে-তকতকে। এই দিকগুলো ধরলে একেবারে পারফেক্ট করণ জোহরের কামব্যাক সিনেমা রকি অউর রানি কি প্রেম কাহানি। সঙ্গে সূরজ বরজাতিয়া, যশ চোপড়াদের সিনমেরা ছাপও দেখতে পারবেন আপনি এই সিনেমায়। আর কী চাই বলুন তো!
আরেক বড় উপহার নিসন্দেহে এই সিনেমায় রণবীর সিং-এর কমিক টাইমিং। মানে রকি-কে দেখতে বসে আপনার মনে পড়ে যেতে পারে ব্যান্ড বাজা বারাত-এর বিট্টু শর্মাকে। সেই পুরুষালী চেহারা, সেই ঘেঁটে যাওয়া প্রেম, একটু তারকাটা বিট্টুর সঙ্গে অনেক মিল পাবেন রকির। সব মিলিয়ে ৩ মিনিটের উপরের ট্রেলার আপনার মনোরঞ্জনের একচুল সুযোগও ছাড়বে না। চোখ বন্ধ করে সিনেমাকেও রেখে দিতে পারবেন মাস্ট ওয়াচের তালিকায়। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রণবীর সিং আর আলি♕য়া ভাটের সিনেমা।