ꦏ কলকাতায় শ্যুটিং করতে এসেছেন অভিনেতা রণিত রায়। নতুন ছবির শ্যুটিংয়ে তিলোত্তমায় এসেছেন কাজল। তাঁর সঙ্গী অভিনেতা রণিত রায়। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে লেন্সবন্দি হন তাঁরা। আপাতত রয়েছেন বোলপুরে। শুক্রবারই এয়ারপোর্ট থেকেই সোজা বোলপুরে পৌঁছে যান রণিত ও কাজল। এরপর শনিবার আউশগ্রামের জঙ্গলে ভূতের সিনেমার শ্যুটিং করেন কাজল।
রবিবার বীরভূমের বিখ্যাত সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিলেন রণিত রায়। ভক্তিভরে পুজো দেন সেখানে। মন্দিরে পুজো দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখেন, ‘মা কালী ও ভোলেবাবা আমাকে টেনে এনেছেন, তাই আমি এসেছি। আহা, কী সুন্দর ভাবে পুজো দিলাম! মায়ের মন্দিরে পুজো দেব। আমি লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎই কোথা থেকে একজন উদয় হলেন, আমাকে সোজা নিয়ে গেলেন মায়ের কাছে। পুরোহিতমশাই পুজো নিলেন। মনে হচ্ছিল, ভোলেবাবা আমার জন্যই গোটা মন্দিরটা খুলে দিয়েছেন। যদিও সেই সময় বাইরে অনেকে লাইনে দাঁড়ানো। আমি আমার পুজো শেষ করলাম, এ ছাড়াও অনুরাগীদের কাছ থেকে এত ভালোবাসা পেলাম, সেটাও প্রাপ্তি। জয় মা কালী, জয় মহাদেব’। আরও পড়ুন: 🍎বিশেষ আয়োজনে ইস্টার সানডে পালন করলেন শিল্পা, পাতে ছিল কোন কোন বিশেষ খাবার
🍸জন্মসূত্রে বাঙালি রণিত। তবে ছোটবেলাটা কেটেছে আমদাবাদে। লম্বা সময় মুম্বইতে কাটিয়েছেন অভিনেতা। তা সত্ত্বেও বাংলার সঙ্গে আত্মিক যোগ রয়েছে তাঁর। এর আগে, সোশ্যাল মিডিয়ায় শক্তিগড় থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন রণিত। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত চেখে দেখেছিলেন তিনি। শান্তিনিকেতন থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রামের রাজবাড়িতে শ্যুটিং করছেন তাঁরা। ন্তিনিকেতনে পৌঁছেই প্রথমে কঙ্কালীতলায় যান অভিনেতা।
൲রবিবার আউশগ্রামের মন্দিরে পুজো দেওয়ার দৃশ্যের শ্যুটিং করতে দেখা যায় কাজলকে। এ দিন বর্ধমানের আউশগ্রামের জঙ্গলেই দেখা মিলেছে তনুজা কন্যার। একাধিক জায়গায় শ্যুটিং শিডিউল রয়েছে তাঁদের। এদিন কাজলকে দেখতে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই ছবির প্রযোজক অজয় দেবগন। অর্থাৎ হোম প্রোডাকশনের বিগ বাজেটের ভূতের ছবির শ্যুটিং করছেন কাজল। ছবির নাম 'মা'।
💮এ দিন কাজল বর্ধমানের যে রাজবাড়িতে শ্যুটিং করছিলেন, জানা যাচ্ছে, সেটি ৪০০ বছরের পুরনো। বর্ধমানের রাজার দেওয়ান পরমানন্দ রায়ের বাড়ি এটি। একসময় সেই পরমানন্দ রায়ের হাতেই আসে কাঁকসার একাংশের জমিদারিত্ব। আর তখনই জঙ্গল কেটে তৈরি হয়েছিল এই বিশাল বাড়ি। সাতমহলা এই বাড়ি ৪০০ বছরের পুরনো। কালিকাপুর রাজবাড়ি হিসাবেই পরিচিত এটি।
🐲প্রসঙ্গত, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই কাজলের কলকাতা আসার কথা ছিল। তবে সূত্রের খবর, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শ্যুটিং শিডিউল পিছিয়ে মার্চ করা হয়। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া। এর আগে বোলপুর, আউশগ্রাম সহ এরাজ্যের নানান প্রান্তে রেইকি করে গিয়েছেন অজয়। মাস কয়েক আগে অজয়ও কলকাতায় এসেছিলেন তাঁর 'ময়দান' ছবির শ্যুটিং করতে।