এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ওরফে ‘রাইজ রোর রিভোল্ট’।༒ ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ এবং আলিয়া ভাট। প্রথম দিনেই সবাইকে চমকে দিয়ে বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। একইসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে 'আরআরআর'। দেশজুড়ে সপ্তাহান্তে ছবির মোট আয় ৭৩ কোটি টাকা। অক্ষয় কুমারের করোনা-পরবর্তী রিলিজ ‘সূর্যবংশীর’ থেকে সামান্য কম।
এসএস রাজামৌলি পরিচালিত ছবিটি লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবিতে আরও অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভাট, শ্রিয়া শরণ, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি এবং অলিভিয়া মরিস। ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজু (রাম চরণ) এবং কোমরাম ভীম (জুনিয়র এনটিআর) সম্পর্কে একটি কাল্পনিক গল্পগাঁথা। যারা হায়দরাবাদের ব্রিটিশ রাজ এবং নিজামের বিরুদ্ধে লড়াই ൲করেছিলেন।
Boxofficeindia.com-এর রিপোর্ট অনুযায়ী, ‘রবিবার RRR ৩০ থেকে ৩১ কোটি নেট কালেকশন করেছে। মার্কেটে ভালোই ব্যবসা করেছে𒁃 এবং অত্যন্ত শক্তিশালী ছিল। প্রথম সপ্তাহান্তে 🌌মোটের উপর প্রায় ৭৩ কোটি ব্যবসা করেছে ছবি। সূর্যবংশী পর দ্বিতীয় সেরা, প্রায় ৭৭ কোটির ব্যবসা করেছিল সূর্যবংশী।'
ভারতীয় সিনেমায় মুক্তির প্রথম দিনের তো বটেই, দ্বিতীয় দিনেও বক্স অফিসে সর্বকালের সেরা এই পারফর্মেন্স। ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালন রবিবার টুইট করে জানিয়েছিলেন, মুক্তি পেয়ে প্রথমদিনে বিশ্বব্যাপী ২৫৭.১৫ কোটি টাকার ব্যবসা করেছে 'আরআরআর'। দ্বিতীয় দিনে মোট ১১৪🌜.৩৮ কোটির ব্যবসা করেছে এই ছবি।