বিএএফটিএ পুরস্কারের শর্টলিস্টে༒ জায়গায় হল না আরআরআরের। এসএস রাজামৌলির বিএএফটিএ পুরস্কার জয়ের স্বপ্ন অধরা থেকে গেল এবারের মতো। এই ছবিটি বিএএফটিএ পুরস্কারের লংলিস্টে ছিল। সেরা অ-ইংরেজি ভাষার🎶 ছবি বিভাগে প্রাথমিকভাবে মনোনীত হয়েছিল এই ছবিটি। কিন্তু শর্টলিস্টে এসে ছিটকে গেল তালিকা থেকে।
বিএএফটিএ পুরস্কারের যে চূড়ান্ত মনোনীত 🍒ছবিগুলোর নাম প্রকাশ্যে এসেছে সেখানে আরআরআরের জায়গা হয়নি। এই সেরা অ-ইংরেজি ভাষার ছবি বিভাগে চূড়ান্ত পর্যায়ে গিয়ে মনোনীত হয়েছে অল কোয়ায়েট অন দ্য ওܫয়েস্টার্ন ফ্রন্ট, আর্জেন্টিনা, ১৯৮৫, করসেজ, ডিসিশন টু লিভ, এবং দ্য কোয়ায়েট গার্ল।
তবে বিএএফটিএ হাতছাড়া হলেও এই মাসের শুরুতেই দুটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছ🌳ে এই ছবি। গোল্ডেন গ্লোবস এবং ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছে এই ছবিটি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড পেয়েছে সেরা অরিজিন্যাল গান বিভাগে নাটু নাটু গানটির জন্য। অন্যদিকে এই একই গানের জন্য এই ছবি ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডও পেয়েছে। সঙ্গে সেরা বিদেশি ভাষার ছবির জন্য এই পুরস্কার পেয়েছে রাজামৌলির আরআরআর।
বিএএফটিএ অ্যাওয়ার্ড থেকে ছিটকে গেলেও অস্কারের জন্য লড়াই জারি রেখেছে আরআরআর। আর তার জন্য যথেষ্ট প্রচারও করেছেন এসএস রাজ𝓡ামৌলি। আগামী ২৪ জানুয🅰়ারি অস্কারের চূড়ান্ত মনোনীত তালিকা প্রকাশ পাবে।
আরআরআর ছবিটিতে দুই স্ব♎াধীনতা সংগ্রামীর গল্পকে তুলে ধরা হয়েছে। এই ছবিটির প্রেক্ষাপট হিসেবে ১৯২০ সালকে তুলে ধরা হয়েছে। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রাম চরণ এবং জুনিয়র এনটি꧂আরকে। এছাড়া তাঁদের সঙ্গে ছিলেন আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ।
২০২৩ সালের বিএএফটিএ পুরস্কার দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। সাউথব্যাঙ্ক সেন্টার্স রয়াল ফেস্টিভ্যাল হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এই পুরস্কারের অর্গানাইজাররা ২৪টি বিভাগের মনোনীত ছবির তালিকা প্রকাশ করেছেন যার মধ্যে আছে সেরা ছবি, সেরা চিত্রনাট্য, তথ্যচিত্র, ইত্যাদি। বিএএফটিএ ꦗপুরস্কারের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন হেইলি অ্যাটওয়েল এবং 🎐তোহিব জিমো
তবে আরআরআর ছিটকে গেলেও বিএএফটিএ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাঙালি পরিচালক সৌনক সেনের ছবি অল দ্যাট ব্রিদজ। এই ছꩵবিটি সেরা ৫টি তথ্য চিত🔜্রর মধ্যে একটি হিসেবে মনোনীত হয়েছে।