মা হলে মেয়েদের জীবনটা হয়ত অনেক অংশেই বদলে যায়। এই কথার সঙ্গে বহু মহিলাই হয়ত সহমত প্রকাশ করবেন। ঠিক যেমনটা ঘটেছে অভিনেত্রী রুবিনা দিলাইকের সঙ্গে। গত বছর (নভেম্ব♛র) যমজ কন্যা সন্তান👍ের জন্ম দিয়েছেন রুবিনা। বাবা হন অভিনব শুক্লা। দুই মেয়ের নাম রাখেন জিভা ও এধা। মা হওয়ার পর নিজের কেরিয়ারে কীভাবে নেতিবাচক প্রভাব পড়েছে, সেবিষয়েই মুখ খুলেছেন রুবিনা।
অভিনেতা শরদ কেলকারের সামনে চ্যাট শো💟 ‘কিসিনে বাতায়া নেহি’র একটা নতুন পর্বে এবিষয়ে কথা বলেছেন রুবিনা। প্রসঙ্গত ৩৪ বছর বয়সে যমজ সন্তানের মা হন।
'আমাকে বৌদির চরিত্রে অভিনয় করতে বলা হচ্ছে'
ইন্ডাস্ট্রিতে পুরুষ ও মহিলা অভিনেতাদের মধ্যে বিদ্যমান বৈষম্যের কথা উল্লেখ করেন রুবিনা। বলেন 'যখন কোনও মহিলা মা হন, তখন তাদের একটা নির্দিষ্ট বিভাগে শ্রেণিবদ্ধ করা হয় ...। (এমনকি ওজন কমানো সত্ত্বেও) এই যেমন আমাকে এখন বেশিরভাগ ক্ষেত্রে বৌদি 💛টাইপের (বৌদি টাইপ)ꦬ চরিত্রে অভিনয় করতে বলা হচ্ছে।
রুবিনার কথা প্রসঙ্গে অভিনেতা শরদ কেলকার তখন বলেন, ‘আমি আপনাকে বলব, এটা খুবই নির্মম সত্য, তবে আপনি এটি অস্বীকার করতে পারবেন না - কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে একজন পুরুষ অভিনেতার শেল্ফ লাইফ একজন অভিনেত্রীর শেলফ লাইফের চেয়ে কিছুটা দীর্ঘ ... । এটা পক্ষপাতদুষ্ট হওয়ার বিষয় নয়, এটাই বাস্তব। কারণ আপনি (রুবিনা) ১৮ বছর বয়সে (প্রধান চরিত্রে) ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। কমপক্ষে ১০ বছর টেলিভিশনের তারকা হয়ে রাজত্ব করেছꩵেন। আর এখন আপনার মতোই শাসন করার জন্য অন্যেরা সুযোগ পাবে।’
'জীবনে পরিবর্তন'
২০২৩ সালের ডিসেম্বরে, নতুন মা রুবিনা প্রথমবার বাবা-মা হওয়ার বিষয়ে HT সিটি-র সঙ্গে কথা বলেছিলেন। তখন দেবিনা বলেছিলেন, 'আমাদের এই যমজ সন্তানের মা হওয়াটাই প্রথম মা হওয়া। তাই কোনটা সহজ নাকি কঠিন তা জানার জন্য বা তুলনা করার মতো কোনও ম🗹ানদণ্ড আমার কাছে নেই নেই। এই ৯ মাস ধরে আমরা নিজেদের প্রস্তুত করেছি। যদি সিঙ্গেল প্রেগন্যান্সি হতো, তাহলে প্রস্তুতিও একই রকম হতো।
রুবিনা আরও বলেন, 'অনেক কিছু চলছে। এটা শুধু✱ আমার জন্য নয়, পুরো পরিবারের জন্যই একটা বিশাল পরিবর্তন। সবাই এই নতুন জীবনে মানিয়ে নিচ্ছে। এর মাতৃত্বের বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। তবে আমি পরিবর্তনটা বেশ অনুভব করতে পারছি। আর সেই পরিবর্তনটা শেষপর্যন্ত সময়ের সঙ্গে অর্থবহ কিছুতে রূপান্তরিত হবে। এটুকুই আমি নিজের জন্য অনেক অভিজ্ঞ🃏তা অর্জন করতে পারছি।
প্রসঙ্গত কাজের ক্ষেত্রে রুবিনা 'ছোটি বহু', 'শক্ত', 'পুনর্ বিবাহ'-'এক নয়ি উমিদ', 'জেনি অউর জুজু'র মতো টিভি শোয়ের জন্য পরিচিত। ২০২০ সালে, তিনি বিগ বস ১৪ এর বিজয়ী হন। তিনি ২০২২ সালে ফিয়ার ফ্যাক্টর: খাতরꦫো কে খিলাড়ি ১২ এবং ঝলক দিখলা জা ১০-এ অংশ নিয়েছিলেন - যেখানে তিনি প্রথম রꦅানার-আপ হয়েছিলেন।