কারখানা বন্ধ, কর্ম সংস্থান নেই... কারখানা লকআউটের ফলে শ্রমিক শ্রেণিদের দুর্দশার গল্প উঠে আসবে রুপোলি পর্দায়। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি ‘আকাশ অংশত মেঘলা’। এই ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করবেন রুদ্রনীল ঘোষ ও রাহুল অরুণোদয় ব🅰ন্দ্যোপাধ্যায়।
ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী এবং বাসবদত্ত চট্টোপাধ্যায়। রুদ্রনীলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অঙ্কিতাকে। রাহুলের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দামিনী বেণী বসু, শঙ্কর দেবনাথ, দেবদূত ঘোষ, রুমকি চট্টোপাধ্য়ায়, কৌশিক কর, সুদীপ সরকার প্রমুখ। আরও পড়ুন: বাংলা বনাম বাঙালি: আলোচনা, তর্ক, আড্ডা! এবার টেলꩲিভিশনে সঞ্চালকের ভূমিকায় শ্রীজাত
স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচলক জয়দীপ নিজেই। বিচ্ছিন্ন দুটি গল্পকে এক সুতোয় গেঁথেছেন পরিচা♎লক। এক জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করতেন রসময় বন্দ্যোপাধ্যায়। লকডাউনে হঠাৎ-ই বন্ধ হয়ে যায় কারখানা। স্ত্রী ও মেয়েকে🌊 নিয়ে এক নিদারুণ অসহায় অবস্থায় পড়েন তিনি। কারখানা ফের চালু করার জন্য, ট্রেড ইউনিয়নের নেতৃত্বে আন্দোলন ও বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন রসময়। কিন্তু বাস্তব পরিস্থিতির কথা ভেবে পেশা বদলে, অবশেষে তেলেভাজার দোকান খুলতে হয় তাঁকে।
অন্যদিকে, কৃতি ছাত্র অনির্বাণ। বাবার কারখানা বন্ধ হয়ে যা💦ওয়ায়, মাঝপথে পড়াশোনা ছাড়তে হয় তাঁকে। পরিবারকে বাঁচাতে হন্যে একটা চাকরী খুঁজতে থাকে সে। কিন্তু কোনওভাবে একটা চাকরি জুটিয়ে উঠতে পারে না। আনন্দী নামে তাঁর প্রেমিকাও বাড়ির ব্যক্তিগত সমস্যায় জর্জরিত।
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলোর বেঁচে থাকার লড়াই,🅠 ভালোবাসার গল্প ﷺনিয়েই আবর্তিত হয় এই ছবির গল্প। এই মানুষগুলোর জীবনের দুর্দশার আড়ালে থাকা রাজনৈতিক প্রেক্ষাপটকেও তুলে ধরতে চেয়েছেন জয়দীপ তাঁর ছবিতে। সংশয়ের মেঘের আড়ালে আশার আলোর গল্প নিয়ে আসছে ‘আকাশ অংশত মেঘলা’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্ট লুক। শুভঙ্কর মিত্রের ধাগা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাবে এই ছবি।