সদ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে পারফর্ম করতে হাজির ছিলেন রূপম ইসলাম অর্থাৎ ফসিলস থেকে শুরু করে চন্দ্রবিনꦯ্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়। সদ্যই সেখানকার শোয়ের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোতে ফসিলস-চন্দ্রবিন্দু
পড়শি দেশে শো করতে গিয়েছিল ফসিলস এবᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚং চন্দ্রবিন্দু। তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিল তাঁরা। বৃষ্টি উপেক্ষা করে এপার বাংলার দুই জনপ্রিয় ব্যান্ডের গান শুনতে হাজির হয়েছিলেন ৪৭ হাজার মান🤪ুষ। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো এদিন ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: আর্চিসের প্রিমিয়ারে একসঙ্গে, তারপরই ঐশ্বর্যকে ইনস্টা🌄গ্𓄧রামে আনফলো করলেন অমিতাভ?
এদিন চন্দ্রবিন্দু ব্যান্ডের অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং উপল সেনগুপ্ত তাঁদের জনপ্রিয় গান ভিনদেশী তারা গানটি গান। তাঁদের সঙ্গ দে🎉ন উপস্থিত শ্রোতারা। ৪৭ হাজার মানুষ মিলে তাঁদের সঙ্গে গান গান। গোটা মাঠ ভরে উঠে ফোনের টর্চের আলোয়। তৈরি হয় স্বর্গীয় পরিবেশ। এই ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লেখেন, 'ভাষা নেই, শুধু বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটি । ৪৭ হাজার শ্রোতা, একটা গান আর অনেক আবেগ মিলে মিশে একাকার। যেখানে ব🔜ৃষ্টি, সময় সবই হার মানে।'