দুর্গাপুজো মানেই থিমের রমরমা। কত ভাবনা দেখা♊ যায় মণ্ডপের আকারে। কোনটা মন কাড়ে, ভাবিয়ে তোলে, কোনটা আবার অতটা ভালো লাগে না। তবে প্রতি বছরই কিছু পুজো চর্চার কেন্দ্রবিন্দুতে উঠেই আসে। আর এই বছর তেমনই একটি পুজো হল শ্যামবাজারের নবীন পল্লীর পুজো। এবার সেই পুজোর অকুণ্ঠ প্রশংসা শোনা গেল গায়ক রূপম ইসলামের স্ত্রীর গলায়।
রূপসা দাশগুপ্তর পোস্ট
গায়ক রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত এদিন ফেসবুকে পোস্ট করে জা𓄧নান এবার তাঁরা তাঁদের ছেলে রূপের পাল্লায় পড়ে দুটো ঠাকুর দেখতে গিয়েছিলেন। আর দুটোরই ভূয়সী প্রশংসা করলেন তাঁরা। কোন দুটো? সোদপুরের একটি মণ্ডপে এবার হ্যারি পটার থিম হয়েছিল সেটা এবং শ্যামবাজারের নবীন পল্লী, সেখানে আবোল তাবোল থিম করা হয়েছিল।
এদিন রূপসা লেখেন, 'যতই ভালোবাসি না কেন আমাদের কখনই প্যান্ডেল হপিং করা হয় না যদি না সেখানে রূপমের কোনও কাজ থাকে। তবে এবার রূপের আবদারে দুটো মণ্ডপে গ�🍃�েলাম। একটা জায়গায় হ্যারি পটার থিম হয়েছিল। সেখানে ৯ ৩/৪ প্ল্যাটফর্ম, হগওয়ার্টস, এমনকি অন্যান্য সমস্ত কিছুই থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। সোদপুরের এই প্যান্ডেল দারুণ লেগেছে।'
আরও পড়ুন: মুক্তি পেল বাঘা যতীনের প্রথম গান, রূপমের কণ্🧜ঠে ‘এই দেশ আমা📖র’ শুনলে গায়ে কাঁটা দেবে
আরও পড়ুন: 'তার🌼ারাও যত আলোকবর্ষ দূরে...' চোখের জল ন🦹য়, মহীনের ঘোড়াগুলির বাপিদাকে বিদায় তাঁরই গানের সুরে
তিনি আরও বলেন, 'আরেকটা হল কলকাতার আবোল তাবোল থিমের পুজো। কী দারুণ বানিয়েছিল মণ্ডপটা। অনেক বাজেট ছিল না কিন্তু প্যান্ডেল ফাটাফাটি। গোটা পাড়াটাই আবোল তাবোল বই হতে গিয়েছিল। সব বাড়ি সাদা কালো রঙে রং করা হয়েছিল। লাইভ পারফরমেন্স ছিল। সেরা লাগল লড়াই খ্যাপౠার শ্যাডো আর্ট পারফরমেন্স। ইউ রে অ্যান্ড সন্স প্রেসের আদলে মণ্ডপ তৈরি করেছিল। যাঁরা এমন 💃ভাবনা ভেবেছেন তাঁদের স্যালুট। এমনকি গোটা পাড়াকে যাঁরা নিজেদের বাড়ি এভাবে থিমের জন্য রং করতে দিয়েছেন।'